কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। ছবি : সংগৃহীত
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের হয়ে অংশ নিতে যাচ্ছেন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিলিস্তিনি সুন্দরী এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্সে নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এবারের আসর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিস ইউনিভার্স বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায় এবং এতে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়ন উদযাপিত হয়।

নাদিন আইয়ুব একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল। বিবৃতিতে তাকে টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেবে। চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে।

আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, নাদিন ২০২২ সালে মিস ফিলিস্তিন নির্বাচিত হন। গত বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান।

নাদিন লিখেছেন, ‘প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, যারা নীরব থাকতে অস্বীকার করেছে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। আমি চাই, সারাবিশ্ব জানুক আমাদের শক্তিমত্তার কথা। আমাদের জীবন শুধু দুর্দশার নয়—আমরা সহনশীলতা, আশাবাদ ও মাতৃভূমির প্রতীক।’

ফিলিস্তিনকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এমন সময়ে, যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে নিন্দার ঝড় বইছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একই সঙ্গে, নতুন করে কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১০

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১১

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১২

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৩

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৪

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৫

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৬

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৭

যুবদল নেতাকে বহিষ্কার

১৮

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

১৯

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

২০
X