কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। ছবি : সংগৃহীত
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের হয়ে অংশ নিতে যাচ্ছেন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিলিস্তিনি সুন্দরী এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্সে নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এবারের আসর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিস ইউনিভার্স বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায় এবং এতে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়ন উদযাপিত হয়।

নাদিন আইয়ুব একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল। বিবৃতিতে তাকে টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেবে। চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে।

আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, নাদিন ২০২২ সালে মিস ফিলিস্তিন নির্বাচিত হন। গত বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান।

নাদিন লিখেছেন, ‘প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, যারা নীরব থাকতে অস্বীকার করেছে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। আমি চাই, সারাবিশ্ব জানুক আমাদের শক্তিমত্তার কথা। আমাদের জীবন শুধু দুর্দশার নয়—আমরা সহনশীলতা, আশাবাদ ও মাতৃভূমির প্রতীক।’

ফিলিস্তিনকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এমন সময়ে, যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে নিন্দার ঝড় বইছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একই সঙ্গে, নতুন করে কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারতে হারতে যেন ‘ক্লান্ত’ নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

যুবকের ঠোঁট ছিঁড়ে নিল কুকুর

নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিং হলে আবার গণঅভ্যুত্থানের ডাক আসবে : জাগপা

জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ট্রাম্প

৮ জুলাই শহীদের পরিচয় নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা 

বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু 

মাদুরোকে অপহরণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে

নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

১০

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

১২

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

১৩

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

১৬

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

১৭

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

১৮

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

১৯

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

২০
X