কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের স্ত্রীর গাড়ি ভাঙচুর করল পিটিআই কর্মীরা

আন্দোলন নিয়ে ক্ষোভ ও হতাশা থেকে কর্মীরা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গাড়িতে ভাঙচুরও চালায়। ছবি : সংগৃহীত
আন্দোলন নিয়ে ক্ষোভ ও হতাশা থেকে কর্মীরা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গাড়িতে ভাঙচুরও চালায়। ছবি : সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে শুরু হওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আন্দোলন অভ্যন্তরীণ অসন্তোষে রূপ নিয়েছে। বিক্ষোভ কর্মসূচি হঠাৎ স্থগিত করার জেরে দলীয় কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে, যা ইমরানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের গাড়ি ভাঙচুরে গড়ায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মীরা রোববার (২৪ নভেম্বর) থেকে সারা দেশে বিক্ষোভ শুরু করে। বুশরা বিবি নিজে ঘোষণা দেন, ইমরানের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরবেন না।

তবে সরকারের দমনপীড়নের মুখে মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে বুশরা বিবি ও গান্দাপুরসহ দলের শীর্ষ নেতারা বিক্ষোভস্থল ত্যাগ করেন। কর্মীদের অভিযোগ, তাদের উদ্দেশ্যহীনভাবে ছেড়ে চলে যাওয়ায় তারা প্রতারিত বোধ করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিটিআই কর্মীরা বুশরা বিবি ও গান্দাপুরের গাড়িতে লাঠি ও পাথর দিয়ে আঘাত করছে। একপর্যায়ে বুশরা বিবি তার গাড়ি থেকে নেমে গান্দাপুরের গাড়িতে ওঠে যান। জানা গেছে, তার গাড়ির টায়ার পাংচার হওয়ায় গাড়ি বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পরিস্থিতিতে দলের ভেতরে নেতৃত্বের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। পিটিআই নেতা শওকত ইউসুফজাই বলেছেন, দলের দুর্বল নেতৃত্বই এমন পরিস্থিতি তৈরি করেছে। এটি তদন্তের দাবি রাখে।

ইসলামাবাদে বিক্ষোভ ঠেকাতে সরকার লকডাউন জারি করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পিটিআই দাবি করেছে, ২০ জন কর্মী নিহত এবং প্রায় ১,০০০ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশ প্রধান আলী রিজভি জানিয়েছেন, কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভ দমনে পাকিস্তান সরকারের অতিরিক্ত শক্তি প্রয়োগের সমালোচনা করেছে।

এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করেছে। মানবাধিকার সংগঠনগুলো সরকার ও পিটিআই নেতাদের সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১০

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১১

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১২

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৪

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৫

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৭

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৮

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

১৯

কারাগারে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

২০
X