কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
উদ্ধার অভিযান চলছে

পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০০ জিম্মি উদ্ধার, নিহত ১৬ বিদ্রোহী

জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার যাত্রীরা পাকিস্তানের বেলুচিস্তানের মাচের নামক অঞ্চলের মাচ রেলওয়ে স্টেশনে বসে আছেন। ছবি : সংগৃহীত
জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার যাত্রীরা পাকিস্তানের বেলুচিস্তানের মাচের নামক অঞ্চলের মাচ রেলওয়ে স্টেশনে বসে আছেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া সেই ট্রেন থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত ১০০ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছে ১৬ সশস্ত্র বিদ্রোহী। এ ঘটনায় ট্রেনের চালকসহ ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ নিরাপত্তা কর্মী রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সকালে কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের দারদার এলাকায় পৌঁছলে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালায়। যেখানে সন্ত্রাসীরা প্রায় ৪০০ যাত্রীকে জিম্মি করে। খবর ডন।

তবে উদ্ধার ১০০-এরও বেশি যাত্রীর মধ্যে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো পরিষ্কার নয়, কারণ কিছু যাত্রী সন্ত্রাসীদের দ্বারা মুক্তি পেয়েছে, আবার কিছু যাত্রী উদ্ধার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর কৌশলগত অভিযান থেকে।

ট্রেনটিতে হামলার পরপরই সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী ট্রেনটি ঘিরে ফেলে এবং জিম্মিদের মুক্ত করতে অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টার সংঘর্ষে ১৬ বিদ্রোহী নিহত হয়, আর পালিয়ে যায় আরও কয়েকজন।

অভিযান চলাকালে ১০০ জনেরও বেশি জিম্মিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তবে, কয়েক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, বেলুচিস্তান প্রদেশের রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে তারা আরও কঠোর হামলা চালাবে। তারা পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে এবং হুমকি দিয়েছে যে, তাদের দাবি মানা না হলে ১০ জিম্মিকে হত্যা করা হবে।

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন এবং বিদ্রোহীদের নির্মূল করতে আরও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

বেলুচিস্তানে স্বাধীনতাকামী বিদ্রোহীদের তৎপরতা দীর্ঘদিন ধরে চলমান। পাকিস্তান সরকার এই হামলাকে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং আরও কঠোর অভিযান পরিচালনার পরিকল্পনা করছে।

এদিকে, উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে, আর নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

১০

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

১১

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

১২

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

১৩

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১৪

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

১৬

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১৭

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১৮

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

২০
X