কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে মানবিক সংকটের মধ্যেই বোমাবর্ষণ জান্তা সরকারের

মিয়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় পড়লেও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু এলাকাও এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত
মিয়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় পড়লেও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু এলাকাও এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট মানবিক সংকটের মধ্যেই বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক জান্তা।

জবাবে বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এ হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, ভূমিকম্পে মানুষ যখন বিপর্যস্ত, তখনও সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।

সোমবার (৩১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে প্রায় ১ হাজার ৭০০ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির সাগাইং অঞ্চলকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়। তবে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাবতী নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ায় উদ্ধারকর্মীরা দুর্গত অঞ্চলে যেতে পারছেন না।

এর মধ্যেই জান্তা বাহিনী কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন ফ্রি বার্মা রেঞ্জার্স। তারা জানিয়েছে, হামলাগুলো কেএনইউ’র সদর দপ্তরের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে।

কেএনইউ এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনীর এখন প্রধান দায়িত্ব হওয়া উচিত ত্রাণ কার্যক্রম চালানো। কিন্তু তারা উল্টো নিজেদের জনগণের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

এদিকে ভূমিকম্পের পরপরই আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠক করেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সামরিক জান্তার মুখপাত্র রয়টার্সের এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলো ও গণতন্ত্রপন্থিরা জান্তার বিরুদ্ধে লড়াই করছে। এতে গৃহযুদ্ধ আরও তীব্র হয়েছে।

শক্তিশালী ভূমিকম্পের ফলে সামরিক অভিযান কিছুটা কমবে বলে ধারণা করা হলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, জান্তা বাহিনীর এ হামলা মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে।

দেশটিতে এখন ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে ওঠার জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা ও যুদ্ধবিরতি প্রয়োজন। কিন্তু সামরিক জান্তা বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়ে যাওয়ায় দেশটি আরও মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুঃখিত, এবার আর তা হবে না’

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

তেলের দামে বড় পতনের আভাস

এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি / রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

১০

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

১১

কারাগারে যেমন কাটছে মমতাজের

১২

পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল

১৩

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

১৪

মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি : যা করণীয়

১৫

যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

১৬

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

১৭

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

১৮

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

২০
X