কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বেঁকে বসেছে জামায়াত, কী করবেন ইমরান?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও জামায়াতের দলীয় প্রতীক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও জামায়াতের দলীয় প্রতীক। ছবি : সংগৃহীত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র রউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন পার্টির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জামায়াত-ই-ইসলামির সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন ইমরান।

এরপর থেকে পাকিস্তানের মূল ধারার সংবাদমাধ্যম ‘জামায়াত-ই-ইসলামির সঙ্গে জোট করে খাইবার পাখতুনখাওয়ায় ইমরান খানের দল সরকার গঠন করছে’ এমন নিউজ প্রচার করে যাচ্ছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জামায়াত-ই-ইসলামির খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক আমির মোহাম্মদ ইব্রাহিম খান।

তিনি বলেন, ইমরান খানের দল জামায়াত-ই-ইসলামিকে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামায়াত-ই-ইসলামি তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। জামায়াত পিটিআইয়ের সঙ্গে জোট করবে না এবং পিটিআই জামায়াতের সঙ্গে জোট করে সরকার গঠন করার যে কথা বলছে, তার কোনো ভিত্তি নেই।

ইব্রাহিম খান আরও বলেন, যে কোনো দলের সঙ্গে জোট করে সরকার গঠন করার অধিকার পিটিআইয়ের আছে। কিন্তু এ ক্ষেত্রে জামায়াতের নাম ব্যবহার করার কোনো ন্যায্যতা নেই। পিটিআইয়ের সঙ্গে কোনো ধরনের জোট করার সিদ্ধান্ত নেয়নি জামায়াত। এক্ষেত্রে জামায়াতকে জড়িয়ে পিটিআই যে বিবৃতি দিয়েছে, তা একেবারে অযৌক্তিক ও অনৈতিক।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনে খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতের প্রাদেশিক প্রধান কার্যালয়ে গিয়েছিলেন পিটিআইয়ের একদল নেতা। এখানে প্রাদেশিক পরিষদের আট আসন এবং প্রদেশটির রাজধানী পেশোয়ারে জাতীয় পরিষদের একটি আসনে ভোট কারচুপির অভিযোগে পিটিআই যে বিক্ষোভ করছে, তাতে সমর্থন চাইতে জামায়াতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তারা।

জামায়াত ইমরান খানের সঙ্গে জোট গঠন না করলেও পাকিস্তানের জাতীয় পরিষদে মাত্র একটি আসন পাওয়া আরেক ইসলামী দল মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন পিটিআইয়ের সঙ্গে জোট গঠন করছে।

ইমরান খানের দল কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিনের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দেওয়ার পর পরই ওয়াহদাত-ই-মুসলিমিনের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন।

পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, ২০২২ সালের এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে তারা ইমরান খানের পাশে ছিলেন। এই ধারা শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

ট্রাম্পের মহানুভবতা, ক্ষমা পেল দুই টার্কি মুরগি

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ঘরে বসেই ৬০ সেকেন্ডের পরীক্ষায় জেনে নিন আপনার ফুসফুসের অবস্থা কেমন 

খেলোয়াড়ের ওপর ভেঙে পড়ল বাস্কেটবলের পোল

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

২৩ মাস পর গ্যাস সংযোগ পেল যমুনা সার কারখানা

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

কিডনির রোগ নিয়ে প্রচলিত ১৭ ভুল ধারণা, সত্যতা জেনে নিন এখনই

১০

শেখ হাসিনার স্বর্ণ নিয়ে যে তথ্য দিলেন দুদক মহাপরিচালক

১১

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডোপ টেস্ট স্থগিত

১২

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

১৩

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

১৪

হরিণের মাথা-পা-মাংস ও ফাঁদসহ শিকারি আটক

১৫

প্রসূতির মরদেহ রেখে পালানো সেই ক্লিনিক সিলগালা

১৬

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

দেশের সব কলেজকে ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৮

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১৯

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

২০
X