পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের অবনতি হয়েছে। বর্তমানে তিনি জীবন ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন তার ছোট বোন মরিয়ম রিয়াজ ওয়াত্তু। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুশরা বিবির বোনের অভিযোগ, বুশরার স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের কারও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারা কর্তৃপক্ষের খাবারে বিষাক্ত কিছু ছিল বলের আশঙ্কা করছেন তিনি। বর্তমানে বুশরা বিবি তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের ইসলামাবাদের বানিগালার বাড়িতে গৃহবন্দি রয়েছেন।
মরিয়ম রিয়াজ ওয়াত্তু দুবাইয়ে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি জানান, বুশরা বিবির মেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। সে জানিয়েছে, কারা কর্তৃপক্ষের খাবার খেয়ে বুশরা বিবির পাকস্থলি ও গলায় ব্যাপক জ্বালাপোড়া হচ্ছে। ফলে তিনি কিছু খেতে পারছেন না। শারীরিকভাবে তিনি খুব দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন।
URGENT: The jail superintendent Adiala is responsible for safety of Mrs. Bushra Imran Khan and must take this very seriously. Her life is in danger (explained below). @PTIofficial must address the issue asap through a press conference and tell the PTI workers about the issues pic.twitter.com/xdslUiF4mh — Maryam Riaz Wattoo (@soulful7867) February 15, 2024
তিনি বলেন, আমার বোনের উচ্চ রক্তচাপ, ডাইবেটিস বা কোনো শারীরিক জটিলতা নেই। গ্রেপ্তারের সময় তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে আদিয়ালা কারা কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার জন্য এখনও কোনো চিকিৎসক ডাকেননি।
এদিকে একই কথা বলেছেন পিটিআই মহাসচিব ওমর আইয়ুব। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির বিষয়ে খবর রয়েছে। কারাগারে তার জন্য প্রস্তুত করা খাবারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
There is news of Bushra Bibi's detoriating health because of the food being prepared for her. This is extremely serious. Adyala Jail authorities and the government will be held responsible. Bushra Bibi is enduring harship with dignity and patience. She has been a pillar of — Omar Ayub Khan (@OmarAyubKhan) February 17, 2024
তিনি বলেন, বিষয়টি গুরুতর। তার কিছু হলে এজন্য আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ও সরকার দায়বদ্ধ থাকবে।
মন্তব্য করুন