কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত
সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় সেনাপ্রধান আসিম মুনিরসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের।

রোববার (৩ মার্চ) পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয়। নির্বাচনে পিএমএল-এনের প্রার্থী শাহবাজ ২০১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অন্যদিকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থী ওমর আইয়ুব ৯২ ভোট পান।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫টি আসনে ভোট হয়। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪টি আসন পেয়েছে। তবে এই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ জন্য জোট সরকার গঠন করতে শুরু থেকেই পিপিপি ও অন্য সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন পিএমএল-এন নেতারা। একপর্যায়ে ৬টি দলের একটি জোট গঠন করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন।

অন্যদিকে এবারের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তাই নির্বাচনে জয়ী পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দেন। মূলত জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের ভাগ পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয় পিটিআই।

নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী সময়েও পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বারবার নওয়াজ শরিফে নাম উঠে আসছিল। তবে নির্বাচনের পরে হঠাৎ করে এই দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে ছোট ভাই শাহবাজ শরিফের নাম ঘোষণা করেন নওয়াজ। এর আগে ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ইমরান খানের জোট সরকার বিদায় নিলে শাহবাজের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে। ওই জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের নির্দেশ

নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, অতঃপর...

১০

ক্লিনারকে দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

১১

রাতে খাবার বাদ দিলে কি সত্যিই ওজন কমে? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

১২

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

১৩

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

১৪

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

১৫

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

১৬

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

১৭

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

১৮

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

১৯

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

২০
X