লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রবল ঝড় ও বৃষ্টিতে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) আর্জেন্টিনার বন্দর শহর বাহিয়া ব্লাংকায় এই ঝড় আঘাত হানে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঝড়ে বাহিয়া ব্লাংকা শহরের একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় ওই ক্লাবে রোলার স্কেটিং প্রতিযোগিতা চলছিল। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
এ ছাড়া রোববার ভোরে গাছের ডাল ভেঙে পড়ে মোরেনো শহরে আরেকজন নারী নিহত হয়েছেন।
২৫ বছর বয়সী ব্রিটিশ নারী ক্লোরি ইওম্যানস আর্জেন্টিনা সফর করছেন। তিনি বলেন, এত জোরে বাতাসের শব্দ আমি আমার জীবনে শুনিনি। এটি হারিকেনের (ঘূর্ণিঝড়) মতো মনে হয়েছে। আমার মনে হচ্ছিল ভবন কাঁপছে। আমি ভয়ে বাথরুমে গিয়ে বসেছিলাম। কারণ একটি গাছ আমার ঘরের বারান্দায় প্রায় ভেঙে পড়ছিল।
এ ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাপে রোববার বাহিয়া ব্লাংকায় যান আর্জেন্টিার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মিলে। মাত্র সপ্তাহ খানেক আগে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অন্যদিকে আর্জেন্টিার প্রতিবেশী দেশ উরুগুয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল এই ঝড়ে তাদের দেশে বাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছ উপড়ে পড়েছে। রোববার ভোরে দুজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
মন্তব্য করুন