কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে ৬০ এমপি

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এ আহ্বান জানান।

চিঠিতে এমপিরা বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে পরিকল্পনার কথা বলেছেন, তা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা। চিঠিতে বলা হয়, ‘গাজায় যা ঘটছে, তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না। এটি একটি জাতিগত নিধন।’

এই চিঠি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে। এতে সই করেছেন গ্রুপের সহসভাপতি সারা ওয়েন ও অ্যান্ড্রু পেইকস, লিয়াম বায়ার্ন, ট্যানমাঞ্জিত সিং ধেসি, স্টেলা ক্রিসি, ডায়ান অ্যাবট, ডন বাটলার, ক্লাইভ লুইসসহ আরও অনেকে।

চিঠিতে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়:

১. জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে যুক্তরাজ্যের তহবিল অব্যাহত রাখা। ২. হামাসের হাতে আটক বন্দিদের মুক্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া। ৩. পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া। ৪. অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান। ৫. দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি।

চিঠিতে আরও বলা হয়, যদি আমরা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই, তাহলে সেটি এই বার্তা দেবে যে, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমান দখলদারিত্বই স্থায়ী হতে যাচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটা এমন সময়ে করা হবে যখন তা সবচেয়ে বেশি কূটনৈতিক প্রভাব ফেলবে।

এই আহ্বানের কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও একই বক্তব্য দিয়েছেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজই যুদ্ধবিরতির দাবি জানানো এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। এটিই শান্তির একমাত্র পথ।

চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা এই প্রথম তাদের নাম প্রকাশ্যে আনলেন। এর আগে ফিলিস্তিনের পক্ষে আরেকটি চিঠি পাঠানো হলেও তাতে স্বাক্ষরকারীদের নাম গোপন রাখা হয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান, আরব নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

১০

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১১

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১২

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১৩

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১৪

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১৫

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১৬

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৭

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৮

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৯

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

২০
X