মানবিক ও বর্তমান সময়ের বাস্তব জীবনগাঁথা নিয়ে তৈরি হয়েছে নতুন টেলিফিল্ম ‘আমারও গল্প আছে’। যেটি পরিচালনা করেছেন রানা বর্তমান। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি প্রচারিত হবে চ্যানেল আই টেলিভিশন এবং চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে।
এই টেলিফিল্মের গল্প একজন বাবার আত্মমর্যাদা, সমাজের অবিচার, মব জাস্টিস ও বাস্তবতার মুখোমুখি একজন নিরীহ মানুষের। সমাজের কিছু মানুষ যাকে ‘চোর’ বলে গালি দেয়। তবে তিনি তার মেয়ের চোখে একমাত্র সুপারম্যান। এমনই এক গল্প নিয়ে এগিয়েছে টেলিফিল্মটির মূল কাহিনি।
টেলিফিল্মটি অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিল সহ আরও অনেকে।
নিজের নতুন এই টেলিফিল্ম নিয়ে পরিচালক রানা বর্তমান বলেন,‘আমরা কেবল গল্প বলিনি, আমরা একজন বাবার কান্না, সমাজের চোখে তার অপমান, এবং তার সন্তানের নির্ভরতা সহ মব জাস্টিস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার ভাবে তুলে ধরেছি। এই গল্প হাজারো দর্শকের হৃদয়ে বাজবে-এই আমার বিশ্বাস।’
‘আমারও গল্প আছে’ খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে।
মন্তব্য করুন