কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রেসিডেন্ট হলে কার ক্ষতি-কার লাভ?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কথায় ও কাজে বেশ ক্ষ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর, মনে করা হয়েছিল, তিনি ওলট-পালট করে দেবেন পুরো পৃথিবী। কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসার পর বড় কোনো যুদ্ধের ঘটনাই ঘটেনি। উল্টো বর্তমান বাইডেন প্রশাসনের অধীননেই একের পর এক যুদ্ধে জড়িয়েছে বিশ্ব। ইউক্রেন যুদ্ধের পর এখন মধ্যপ্রাচ্যও জ্বলছে হিংসার আগুনে। তাই শ্বাসরুদ্ধকর এই সময়ে সারা বিশ্বের প্রশ্ন, শেষমেশ কার গদি নিশ্চিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে।

চারদিকে এখন গুঞ্জন চলছে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প। তার সমর্থকদের কাছে এটি বেশ আনন্দ এবং উত্তেজনার হলেও অনেকের কাছেই তা হতে যাচ্ছে আতঙ্কের। প্রশ্নটা তাই থেকেই যায়, কেন এই ভীতি কাজ করছে তাদের মধ্যে? নির্বাচনে জিতলে কী ঘটতে যাচ্ছে আর হারলেই বা কী হতে যাচ্ছে তা নিয়েই চলছে ব্যাপক আলোচনা। পুরো আমেরিকার অপেক্ষায় কী ঘটতে যাচ্ছে? ট্রাম্প কি আসলেই এক আতঙ্কের নাম?

ট্রাম্প ক্ষমতায় ফিরলেই তার ঘোষণা শুরু হবে এক প্রতিশোধের উল্লাস নিয়ে। তিনি ইতিমধ্যেই আভাস দিয়েছেন, যারা তাকে অপমান করেছেন তারা এবার পেতে যাচ্ছেন শাস্তি। এর তালিকায় তিনি রেখেছেন প্রেসিডেন্ট জো বাউডেন এবং সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এবং আতঙ্কের বিষয় হলো, তিনি এই প্রতিশোধ নিতে তিনি সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ড ব্যবহারের কথাও বলেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই প্রতিশোধপরায়ণ মনোভাব কেবল ব্যক্তিগত নয়, বরং জাতীয় স্তরেই এক বিরাট নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। তারা এটাও মনে করছেন যে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিভিন্ন ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে অভিবাসন নিয়ে করা তার কড়া মন্তব্য। এ ছাড়া জলবায়ু নিয়ে নীতিগত অবজ্ঞাও এক বিরাট আতঙ্কের কারণ হতে পারে বলে জানা গেছে। আমদানির ওপর উচ্চ শুল্ক ধার্য করতে যাচ্ছেন ট্রাম্প, এমনটাও শোনা গেছে, যা মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তার এসব মনোভাবের কারণেই তার দেওয়া ভাষণ ‘মেইক আমেরিকা গ্রেইট এগেইন’কে ’মেইক আমেরিকা পুওর এগেইন’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তবে তিনি জয়ী হওয়ার পেছনে যেমন এক আতঙ্ক কাজ করছে, তেমনি আতঙ্ক কাজ করছে তার হারের পেছনেও।

বিশ্লেষকরা মনে করছেন, তিনি নির্বাচনে হেরে গেলে আমেরিকার জন্য অপেক্ষা করছে ভিন্ন এক গৃহযুদ্ধ। তারা মনে করছেন, তিনি জয়ী না হলে ভোট কারচুপির অভিযোগ তুলতে পারেন এমনকি এর জন্য শুরু করতে পারেন আইনি লড়াইও। হাড্ডাহাড্ডি এই লড়াই তাই এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্বের জন্য নতুন এক অধ্যায় হয়ে থাকতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১০

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১১

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১২

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৩

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৪

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৫

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৭

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৮

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৯

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

২০
X