কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চায়। এই প্রস্তাবিত বাজেট ছেটে ফেলার ফলে আফ্রিকা ও ইউরোপের অন্তত ৩০টি মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ হয়ে যেতে।

হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে পাঠানো এক অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট ধরা হয়েছে ২৮.৪ বিলিয়ন ডলার। যেখানে ২০২৫ সালে তা ছিল ৫৪.৪ বিলিয়ন ডলার।

বন্ধ হতে পারে দূতাবাস ও কনস্যুলেট একটি আলাদা নথিতে বলা হয়েছে, যেসব মিশন বন্ধ করার সুপারিশ করা হয়েছে তার মধ্যে ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট রয়েছে। দূতাবাসগুলো অবস্থিত- ইরিত্রিয়া, গ্রেনাডা, লেসোথো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, কঙ্গো, গাম্বিয়া, দক্ষিণ সুদান, মাল্টা ও মালদ্বীপে।

এছাড়া বেশকিছু কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে। এসব কনস্যুলেটের অধিকাংশ ইউরোপে অবস্থিত। এছাড়া দক্ষিণ কোরিয়ার বুসান, দক্ষিণ আফ্রিকার ডারবান, ইন্দোনেশিয়ার মেডান এবং ক্যামেরুনের ডুয়ালাতেও মার্কিন কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডির মাধ্যমে বিদেশে সহায়তা প্রদানও ব্যাপকভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ সহায়তা ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬ দশমিক ৯ বিলিয়নে নামিয়ে আনা হবে।

এছাড়া ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা রয়েছে এবং এর কিছু কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করা হবে। ফেব্রুয়ারি থেকেই প্রায় পাঁচ হাজার প্রকল্প বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, যেমন বিখ্যাত ফুলব্রাইট প্রোগ্রামও বাতিলের প্রস্তাব করা হয়েছে।

নথিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক দুর্যোগ সহায়তা ও শরণার্থী কর্মসূচি বাতিল করে নতুন দুটি প্রোগ্রাম চালু করা হবে। এগুলো হলো ২.৫ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক মানবিক সহায়তা ও ১.৫ বিলিয়ন ডলারের রাষ্ট্রপতির জরুরি শরণার্থী ও অভিবাসন কর্মসূচি। এগুলো দেশের ভিতরে ও বাইরে নতুন সংকটের সময় কাজে লাগানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১০

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১১

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১২

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১৩

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৪

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৫

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৭

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৮

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৯

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০
X