যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত বা বুধবার (৩০ আগস্ট) সকালের মধ্যে এটি উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে সৃষ্টি হওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইদালিয়ার প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি শক্তিশালী হারিকেনে রূপ নেবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর দিয়ে বয়ে যাবে। কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।
এনএইচসি আরও বলছে, ইদালিয়া প্রত্যাশার চেয়ে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দুর্যোগ আরও গুরুতর হবে বলে শঙ্কা বাড়ছে। ধারণা করা হচ্ছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলজুড়ে ইদালিয়া শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে। এর প্রভাবে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে।
ক্যারিবীয় অঞ্চলে ঘুরপাক খাওয়া ইদালিয়া রোববার ২১০০ জিমটিতে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। এটি ধীরে ধীরে শক্তিশালী দুই ক্যাটাগরির ঝড়ে পরিণত হচ্ছে।
ইদালিয়ার প্রভাবে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, ঝড় আঘাত হানলে উপকূল এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। এতে বিচলিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ১ হাজার ১০০ ন্যাশনাল গার্ডের সদস্য প্রস্তুত রাখা হয়েছে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দুর্গত বাসিন্দাদের সেবা দিতে মোতায়েন থাকবে।
মন্তব্য করুন