কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে অমিতাভের বাংলোয় যাবেন মমতা, বাঁধতে পারেন ‘রাখি’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই যাবেন। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বুধবার (৩০ আগস্ট) তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

তবে এ উপলক্ষে মুম্বাই গিয়ে অমিতাভ বচ্চনের বাংলোয় যাবেন মমতা। সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে অমিতাভের হাতে মমতা রাখি পরিয়ে দেবেন বলে গুঞ্জন চলছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব সাগরের তীরে অমিতাভ ও জয়া বচ্চন ওই সান্ধ্য-আসরের আয়োজন করছেন। ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানের ওই দিনই রাখি পূর্ণিমা।

এদিকে পাটনা ও বেঙ্গালুরুর পরে বিজেপি-বিরোধী জোটের তৃতীয় মহাসভা হবে মুম্বাইয়ে। ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর এ সভা হবে।

এ সভা উপলক্ষে মুম্বাইয়ে ৩১ অগস্ট রাতে ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করছেন এনসিপি নেতা শরদ পওয়ার এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে।

কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে একাধিক বার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থেকেছেন অমিতাভ-জয়া। মুম্বাইয়ে মমতা গেলে যেন অবশ্যই ‘জলসায়’ আসেন, জয়ার পক্ষ থেকে সেই তাগিদ রয়েছে।

এ বার বিরোধী জোটের বৈঠক উপলক্ষে মমতা বলিউড নগরীতে আসছেন জেনে জয়া সেই আমন্ত্রণ আবার মনে করিয়ে দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে।

তবে বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খানের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাখি বাঁধতে যাবেন কি না, তা এখনও পরিষ্কার নয়।

একটি সূত্রের বক্তব্য, ওই দিন শাহরুখের মুম্বাইয়ে থাকা নিশ্চিত নয়। আবার পরের দুদিন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ব্যস্ততা বেশি।

অমিতাভদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং রাখি বেঁধে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একটি রাজনৈতিক সম্ভাবনাও বিরোধী শিবিরের মধ্যে চর্চায় উঠে আসতে শুরু করেছে।

উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির সাংসদ জয়ার রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের এপ্রিলে। ওই সময়ে বাংলায় তৃণমূলের চার সংসদ সদস্যেরও মেয়াদ ফুরাবে। তখন বাংলা থেকে জয়াকে রাজ্যসভায় ফের জায়গা করে দেওয়া হতে পারে, এমন জল্পনা ভাসছে বিরোধী শিবিরে।

বাংলায় এসে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপি-বিরোধী প্রচারে দেখা গিয়েছিল জয়াকে। তাকে রাজ্যসভায় তৃণমূল নেত্রী কাজে লাগাতে চাইতে পারেন, এমন গুঞ্জনও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ ও শোক

মুখে টেপ ও হাতবাঁধা শিশুর লাশ উদ্ধার

উত্তরায় অগ্নিকাণ্ড, মা-বাবার সঙ্গে প্রাণ গেল নিষ্পাপ রিশানের

ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার পদ আবারও স্থগিত

কুমিল্লায় গুলিতে ২ জন নিহত

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

১০

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

১১

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

১২

নতুন অধিনায়কের নাম ঘোষণা

১৩

বিএনপির এক নেতাকে শোকজ

১৪

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

১৫

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

১৬

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১৭

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১৮

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১৯

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

২০
X