

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে দাবি করেছিলেন, ‘২৫ বছর আগের চেয়েও এখন বেশি চাঙ্গা।’ কিন্তু এর কিছুক্ষণ পরই তাকে বারবার ঘুমে ঢলে পড়তে দেখা যায়।
মঙ্গলবার বৈঠকটি চলে মোট ২ ঘণ্টা ১৭ মিনিট। এ সময়ে ট্রাম্পকে কয়েকবার চোখ বন্ধ করতে, মাথা নুইয়ে পড়তে ও মনোযোগ হারাতে দেখা গেছে।
বৈঠকে বিভিন্ন মন্ত্রী ট্রাম্পের প্রশংসা করছিলেন। কিন্তু সেই সময়ও তিনি চোখ খোলা রাখতে লড়াই করছিলেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের চোখ বন্ধ হয়ে আসে।
এর আগে ট্রাম্প বাইডেনের সমালোচনা করে বলেছিলেন ‘স্লিপি জো’। সম্প্রতি নিউইয়র্ক টাইমস একটি রিপোর্টে ট্রাম্পের বয়স, কর্মক্ষমতা ও জনসমক্ষে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। গত মাসেও একটি অনুষ্ঠানে ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন; এমন ভিডিও ভাইরাল হয়েছিল।
হোয়াইট হাউস অবশ্য বলছে, প্রেসিডেন্ট পুরো বৈঠক মনোযোগ দিয়ে পরিচালনা করেছেন। তার স্বাস্থ্য ভালো আছে। কয়েক দিন আগে ট্রাম্পের এমআরআই পরীক্ষা করা হয়। সেটি স্বাভাবিক এসেছে বলে জানানো হলেও কেন এই পরীক্ষা করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এ নিয়েও নতুন প্রশ্ন উঠছে।
৭৯ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক এ ঘটনাগুলো তার কর্মক্ষমতা নিয়ে জনমনে সন্দেহ বাড়িয়েছে। সূত্র : সিএনএন
মন্তব্য করুন