এহসান আব্দুল্লাহ
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৫:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন ঘিরে সক্রিয় বিগত সরকারের সুবিধাভোগীরা!

আইএসপিএবি
আমিনুল হাকিম (বাঁয়ে) ও সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
আমিনুল হাকিম (বাঁয়ে) ও সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে। অভিযোগ উঠেছে, এই নির্বাচন ঘিরে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। ভোল পাল্টে আবারও আইএসপিএবির নিয়ন্ত্রণ নিতে চান তাদের অনেকে।

সাধারণ সদস্য পদে ৯টি আসনের বিপরীতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আইএসপিএবি। সাধারণ সদস্য শ্রেণিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা হলেন এডিএন টেলিকম লিমিটেডের মো. আজহারুল হক চৌধুরী, আলফা নেটওয়ার্কের মো. ইরফান উদ্দিন সাইমুম, আম্বার আইটি লিমিটেডের মোহাম্মদ আমিনুল হাকিম, অন্তরঙ্গ ডটকম লিমিটেডের মো. আসাদুজ্জামান, ব্রিনক সিস্টেমের মো. শরিফুল ইসলাম, সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম, ইনভেনশন টেকনোলজি লিমিটেডের মো. মিঠু হাওলাদার, কে এস নেটওয়ার্ক লিমিটেডের নাজমুল করিম ভূঁইয়া, লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের মো. রেজাউল ইসলাম, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের মো. নেয়ামুল হক খান, ওয়ান স্কাই কমিউনিকেশনের রাশেদুর রহমান এবং রেড ডাটা লিমিটেডের মইন উদ্দিন আহমেদ।

তাদের মধ্যে আমিনুল হাকিম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন সাধারণ সদস্যরা। তারা জানান, আমিনুল হাকিম আওয়ামী সরকারের আমলে একচেটিয়াভাবে সব সুযোগ-সুবিধা ভোগ করতেন। ‘আম্বার আইটি’র জন্য আইএসপি লাইসেন্স, ‘বিডিহাব’ এর জন্য আইআইজি লাইসেন্স এবং ‘মেটাকোর’ এর জন্য সাবমেরিন কেবল লাইসেন্স—সবই পেয়েছেন আওয়ামী লীগ আমলে।

সাবমেরিন কেবল অপারেটর মেটাকোরের মালিকানায় আমিনুল হাকিমের সঙ্গে রয়েছেন আইআইজি অপারেটর লেভেল-থ্রির আহমেদ জুনায়েদ, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে তৌফিক হামিদ এবং সাবেক মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক। সম্প্রতি আইআইজি অপারেটর লেভেল থ্রির বিরুদ্ধে দেশে চোরাই পথে ব্যান্ডউইথ আমদানির অভিযোগ উঠেছে।

জুলাই অভ্যুত্থানের চলমান আন্দোলন দমনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অন্যতম অংশীদার ছিলেন বলে অভিযোগ রয়েছে আমিনুল হাকিম এবং আহমেদ জুনায়েদের বিরুদ্ধে। আইএসপিএবির একাধিক সদস্য বলেছেন, আইআইজিএবির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি তারা। বরং সে সময় আওয়ামী সরকারকে খুশি করতেই অতি উৎসাহী হয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নে অগ্রণী ভূমিকা রাখেন তারা।

শুধু তাই নয়, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের প্রেসিডেন্ট ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৫ আগস্টের পর তিনি গ্রেপ্তার হলে এই সংস্থারও হাল ধরেন আমিনুল হাকিম। এ ছাড়া তার বিরুদ্ধে হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট জোরপূর্বক আইএসপিএবির অফিস দখল চেষ্টার অভিযোগ আছে।

জানা যায়, সাইফুল ইসলামের হাত ধরেই আইএসপিএবিতে আসেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের বিভিন্ন উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। বিশেষ করে সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার ঘনিষ্ঠতা সবার নজর কাড়ে।

আমিনুল হাকিম এবং সাইফুল ইসলাম সিদ্দিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের। পাশাপাশি চোরাচালান করা ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ে লেভেল থ্রির বিষয়ে তদন্ত করছে সরকার। অভিযোগ উঠেছে, এসব দায় থেকে মুক্তি পেতে ও প্রভাব বিস্তারে এখন আইএসপিএবির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হাকিম-সাইফুল গ্রুপ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম সিদ্দিক কালবেলাকে বলেন, ‘আমি ব্যবসায়ী। ব্যবসায়ী হিসেবেই আরেকজন ব্যবসায়ীর সঙ্গে মিশেছি। কোনো দলীয় ব্যক্তির সঙ্গে নয়। আমি কখনোই বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলাম না। ফলে সরকারের বহুল আলোচিত ইডিসি প্রকল্পে যোগ্য হওয়ার পরও আমাকে বাদ দেওয়া হয়। এমনকি তৎকালীন সরকারের টেন্ডারে অনিয়ম চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে গিয়েছি। এরপর সরকার এ বিষয়ে রিটেন্ডার করতে বাধ্য হয়েছে।’

আর আমিনুল হাকিম বলেন, ‘অতীতে আমাকে বিএনপিপন্থি বলে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে আওয়ামীপন্থি বলা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমন্বয়কপন্থিও বলা হবে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই।’ আইএসপিএবি অফিস দখলের চেষ্টার অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘একটা গ্রুপ দখলে নেওয়ার চেষ্টা করেছিল। আমি সেটা করতে দিইনি। তারা সেটা পারেনি বলেই আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোমার আচারণ এখন ফ্যাসিবাদীর মতো- উপদেষ্টা মাহফুজকে জবি শিক্ষক

রাজধানীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধের পরিধি বাড়ল

চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের পরিবহন ঘর্মঘট

পুলিশ হেফাজত থেকে পালানো ছাত্রলীগ কর্মী রবিন গ্রেপ্তার

উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের বিরল পদক্ষেপ

গ্রি এসির নতুন ৪টি সিরিজের মোড়ক উন্মোচন

ওসি সেজে সালিশ যুবদল নেতার, ভিডিও ভাইরাল

এবার মধ্যপ্রাচ্যে শাকিবের ‘বরবাদ’

দিনে দেড় হাজার টাকার খাবার খায় ডন

বুক প্রাইসিং সংস্কারের পর ইন্টারনেটের দাম না কমালে চুক্তি পুনঃবিবেচনা

১০

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওসহ তিনজনকে দুদকে তলব 

১১

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

১২

রওশন এরশাদের পৈতৃক বাড়িতে ভাঙচুর

১৩

কুলাউড়া সীমান্তে পুশইন করা ১৪ জনের পরিচয় মিলেছে

১৪

কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

১৫

সৌদিতে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তি, গণহারে দেশে ফেরত

১৬

জগন্নাথের আন্দোলনের দুর্গ যেন কাকরাইল মসজিদ

১৭

রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল তিন শ্রমিকের

১৮

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও ফারাবির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৯

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

২০
X