চারদফা দাবি নিয়ে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দুদিন ধরে আন্দোলন করছেন তারা। কাকরাইল মোড়ের কাছেই অবস্থিত তাবলিগের জামাতের মসজিদ কাকরাইল মসজিদ। এ মসজিদেই প্রয়োজনীয় সবকিছু করছেন জবি শিক্ষার্থীরা। সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার খাচ্ছেন মাত্র ৪০ টাকার বিনিময়ে।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এমন দৃশ্য দেখা যায়। পানির প্রয়োজন কিংবা যে কোনো সাহায্যে অতন্দ্র প্রহরীর মতো পাশে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তবলিগ জামাতের এই কাকরাইল মসজিদ।
সরেজমিন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা প্রতি ওয়াক্তের নামাজ আদায় করছেন এ মসজিদে। দুপুরের এবং রাতের খাবারও মাত্র ৪০ টাকার বিনিময়ে এখানেই খাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানরত কাকরাইল মোড়ের অদূরে নেই তেমন কোনো দোকান পাট কিংবা পাবলিক টয়লেট। তাই সব কিছুর একটাই সমাধান হয়ে দাঁড়িয়েছে মসজিদটি।
জবি শিক্ষার্থী সিহাব উদ্দিন বলেন, অবস্থানের কারণে আমরা খাবার, পানি সবই সহজেই এই মসজিদ থেকে পাচ্ছি, তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী সুজন দাস বলেন, এখানে খুব কাছে কোনো দোকান নেই। অনেক দূর অবদি ফাকা রাস্তা। তাই মসজিদে সবাই সহজেই প্রয়োজন মেটাতে পারছি।
জানা যায়, আজ দুপুরের খাবারের সব বিল পরিশোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক।
মন্তব্য করুন