প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনে দেড় হাজার টাকার খাবার খায় ডন

শাহিওয়াল ক্রস জাতের কালো রংয়ের গরু ডন। ছবি : কালবেলা
শাহিওয়াল ক্রস জাতের কালো রংয়ের গরু ডন। ছবি : কালবেলা

চলতি বছর কোরবানির হাট কাঁপাতে আসছে বগুড়ার ডন। শাহিওয়াল ক্রস জাতের কালো রংয়ের ডনের ওজন ১১০০ কেজি। বিশাল আকৃতির এই গরু ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। এই গরুর খবর পেয়ে অনেকেই আসছেন খামারে, দামও বলছেন। তবে দামটা সন্তোষজনক হলেই বিক্রি করবেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুল।

রবিউল ইসলাম শিমুল কালবেলাকে জানান, ডনকে দেশীয় প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। খাবারের মধ্যে রয়েছে- ভুসি, ছোলা, ধানের কুঁড়া, খড় ও ঘাস। শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করানো হয়। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বগুড়ার ডন প্রতিদিন ১২শ থেকে ১৫শ টাকার খাবার খায়।

শান্ত স্বভাবের গরুটিকে সন্তানের মতোই লালন পালন করেছেন খামারি। ১১শ কেজি ওজনের বগুড়ার ডন মোটাতাজাকরণে কোনোরকম ওষুধ ছাড়াই শুধু প্রাকৃতিক খাবারে বেড়ে উঠেছে। গরু দেখতে প্রতিদিনই লোকজন আসছে খামারে। এবারে কোরবানির হাটে জেলার সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু এটি।

বগুড়া সদরের এরুলিয়ার দোগাড়িয়া গ্রামে উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুলের খামার এটি। এখানে রয়েছে শাহীওয়ালসহ দেশি জাতের বড় বড় ১৫টি গরু। তবে সবার দৃষ্টি এখন কালো রংয়ের বিশাল দেহী গরুটির দিকে। শান্ত ও নম্র স্বভাবের এই গরু গেল দুই বছর আগে রাজশাহী থেকে কিনে আনেন খামারি শিমুল। খড়, ভুষি, ধানের গুড়া, ভাত খাইয়েই পালন করছেন দুই বছর ধরে।

আড়াই লাখ টাকায় কেনা গরুটি এখন বিশাল আকৃতির হয়েছে। ১ টনের বেশি ওজনের গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা, তবে ১২ লাখ টাকা হলেই খামারি শিমুল এটি বিক্রি করবেন। খামারে আরো ১৪টি গরুর চেয়ে এটি আলাদা, নম্র-শান্ত স্বভাবের হওয়ায় এই গরুর যত্ন নেওয়া খুবই সহজ, একারণে সন্তানের আদরে লালন পালন করেছেন। খামারি শিমুলের ছেলে আদর করে গরুর নাম রেখেছেন বগুড়ার ডন।

জেলার সবচেয়ে বড় গরু এটি দাবি করে খামারি জানান, হাটে এটিই সেরা আকর্ষণ হবে, এরই মধ্যে খামারে এসে অনেকেই দাম বলেছেন, যেকোনো সময় বিক্রি হতে পারে গরুটি। তার খামারে অন্যান্য গরুগুলোও খুব যত্ন করে পালন করা হয় সেগুলো এবার বিক্রি হবে। সবগুলো গরু বিক্রি হবে দামও বেশ ভালো পাবেন বলে জানান এই খামারি।

সরেজমিন গিয়ে দেখা যায়, দুইটি সিলিং ফ্যানের নিচে ডন দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। ভ্যাপসা গরমের কারণে তার গায়ে দেওয়া হচ্ছে পানি। ডন এবার এ উপজেলা সবচেয়ে বড় কোরবানির পশু বলে দাবি করছেন তিনি। বিশালদেহী ডন কে দেখতে শত শত মানুষ প্রতিদিন তার বাড়িতে ভিড় করছে।

এলাকার রিকশাচালক জহুরুল ইসলাম বলেন, গরুটি দেখতে শুনতে অনেক ভালো। এত বড় গরু আগে কখনো দেখিনি। শিমুল তাকে সন্তানের মতোই লালন পালন করেছেন।

বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওায়হান কালবেলাকে বলেন, সদরের এরুলিয়ার দোগাড়িয়া গ্রামে উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুলের খামার গরুটি প্রাকৃতকিভাবেই লালন পালন করা হয়েছে আমরা সাধ্যমতো তাকে বুদ্ধি পরামর্শ ও চিকিৎসা সহায়তা দিয়েছে। আমাদের বিশ্বাস তিনি পরিশ্রমের ন্যায্যমূল্য পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে দিনে ভাঙছে ৩০ সংসার

কে জিতবেন নোবেল শান্তি পুরস্কার

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

১০

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

১১

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১২

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১৩

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৫

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৬

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৭

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৮

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৯

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

২০
X