চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের পরিবহন ঘর্মঘট

চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ঘর্মঘট করে প্রাইম মুভার শ্রমিকরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ঘর্মঘট করে প্রাইম মুভার শ্রমিকরা। ছবি : কালবেলা

পরিবহন চালক সমিতির সভাপতি ও চালকদের মারধর করার প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালন করছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। এতে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়। এর আগে গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের কালবেলাকে বলেছেন, পাহাড়তলীর একটা ঘটনায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সবার সামনে পাহাড়তলী থানার ওসি তাকে (সভাপতিকে) অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তিনি সেলিম খানকে বেশ কয়েকবার মারধর করেন। পাশাপাশি দুজন চালককেও তারা মারধর করেন। তাকে স্থানীয় সন্ত্রাসীরা সহযোগিতা করেন। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংগঠনটিতে প্রায় ৩০ হাজার চালক রয়েছে উল্লেখ করে সাধারণ সম্পাদক আবু খায়ের বলেন, হত্যার চেষ্টা ও মারধরের ঘটনায় সভাপতি ও চালকরা গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। সকাল থেকেই আমাদের কর্মবিরতি চলছে। বর্তমানে আমরা বন্দর জোনের উপ-কমিশনারের কার্যালয়ে এসেছি। এখানে একটি আলোচনা হবে। আমরা কাঙ্ক্ষিত আশ্বাস পেলেই কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আমরা হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

প্রাইম মুভার ট্রেইলার ইউনিয়নের শ্রমিক নেতা মো. বখতিয়ার আলম প্রিন্স কালবেলাকে বলেন, প্রশাসনের সামনেই মঙ্গলবার রাতে বেশ কয়েকবার চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই চালককে মারধর করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। এই কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আমরা পরিবহন ধর্মঘট পালন করছি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

উল্লেখ্য, দেশের আমদানি-রপ্তানি পণ্যের ৯৯ শতাংশ কনটেইনারের মাধ্যমে পরিবহণ হয়। রপ্তানি পণ্য কারখানা থেকে প্রথমে বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকে নেওয়া হয়। সেখানে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেই পণ্য কনটেইনারে তোলা হয়।

এরপর প্রাইম মুভার-ট্রেইলার গাড়িতে সেই কনটেইনার পাঠানো হয় বন্দরে। সেখান থেকে জাহাজে ওঠানোর পর রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার যায় নির্ধারিত গন্তব্যে। অফডক থেকে রপ্তানি ও আমদানি পণ্য মিলিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কনটেইনার পরিবহন হয়।

জানা গেছে, চট্টগ্রামে ২১টি বেসরকারি কনটেইনার ডিপো আছে। ধর্মঘটের কারণে সবগুলো ডিপোতেই কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে জাহাজে কনটেইনার ওঠানামা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X