স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত খেলতে পারতেন কি না সে নিয়ে সন্দেহ ছিল, তবে অবশেষে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি দিয়েছে তাকে। ‍যদিও বিসিবি তাকে তাকে অনুমতি দিয়েছে শুধু দুই ম্যাচের জন্য এমনটাই জানিয়েছে দেশের একাধিক গণমাধ্যম।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার প্রস্তুতির মাঝেই দিল্লি ক্যাপিটালস হঠাৎ মোস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়। খবর ছড়িয়ে পড়ার পরেই বিসিবির ‘জানা না জানা’ নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। তবে বৃহস্পতিবার (১৫ মে) বিসিবি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে, মোস্তাফিজ আইপিএলে দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলার অনুমতি পাচ্ছেন।

তবে বিষয়টি মোটেও সরল ছিল না। দিল্লির পক্ষ থেকে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মোস্তাফিজ দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। ফেসবুকে বিমানে ওঠার ছবি দিয়ে তিনি লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে। আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে, শারজাহতে। অন্যদিকে আইপিএলের আপডেট সূচি অনুযায়ী দিল্লির শেষ তিনটি ম্যাচ পড়েছে ১৮, ২১ ও ২৪ মে। এতে স্পষ্টই দেখা যাচ্ছে, জাতীয় দলের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের সময়সূচি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। ফলে মোস্তাফিজকে ২১ ও ২৪ তারিখের ম্যাচে পাওয়ার আশা করছে দিল্লি।

এদিকে সিরিজ শেষে ২০ মে ঢাকায় ফেরার কথা রয়েছে টাইগারদের। এরপর খুব বেশি সময় বিশ্রাম নেওয়ার সুযোগ নেই লিটন দাস, শান্তদের মতো খেলোয়াড়দের। কারণ, চলতি মাসের শেষ সপ্তাহেই পাকিস্তান সফরের উদ্দেশে উড়াল দেওয়ার কথা বাংলাদেশের। তবে সেই সফর আদৌ হবে কি না তা এখনো পরিষ্কার নয়।

এ বিষয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেই জানিয়েছিলেন, বিসিবি সকল পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে বাস্তবতা বলছে, ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক সূচির দ্বন্দ্বে এবারও ঝুঁকিতে জাতীয় দলের প্রস্তুতি।

এদিকে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে কিছুদিন আগে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল আবার শুরু হচ্ছে ১৭ মে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ওপরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X