স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত খেলতে পারতেন কি না সে নিয়ে সন্দেহ ছিল, তবে অবশেষে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি দিয়েছে তাকে। ‍যদিও বিসিবি তাকে তাকে অনুমতি দিয়েছে শুধু দুই ম্যাচের জন্য এমনটাই জানিয়েছে দেশের একাধিক গণমাধ্যম।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার প্রস্তুতির মাঝেই দিল্লি ক্যাপিটালস হঠাৎ মোস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়। খবর ছড়িয়ে পড়ার পরেই বিসিবির ‘জানা না জানা’ নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। তবে বৃহস্পতিবার (১৫ মে) বিসিবি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে, মোস্তাফিজ আইপিএলে দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলার অনুমতি পাচ্ছেন।

তবে বিষয়টি মোটেও সরল ছিল না। দিল্লির পক্ষ থেকে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মোস্তাফিজ দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। ফেসবুকে বিমানে ওঠার ছবি দিয়ে তিনি লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে। আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে, শারজাহতে। অন্যদিকে আইপিএলের আপডেট সূচি অনুযায়ী দিল্লির শেষ তিনটি ম্যাচ পড়েছে ১৮, ২১ ও ২৪ মে। এতে স্পষ্টই দেখা যাচ্ছে, জাতীয় দলের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের সময়সূচি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। ফলে মোস্তাফিজকে ২১ ও ২৪ তারিখের ম্যাচে পাওয়ার আশা করছে দিল্লি।

এদিকে সিরিজ শেষে ২০ মে ঢাকায় ফেরার কথা রয়েছে টাইগারদের। এরপর খুব বেশি সময় বিশ্রাম নেওয়ার সুযোগ নেই লিটন দাস, শান্তদের মতো খেলোয়াড়দের। কারণ, চলতি মাসের শেষ সপ্তাহেই পাকিস্তান সফরের উদ্দেশে উড়াল দেওয়ার কথা বাংলাদেশের। তবে সেই সফর আদৌ হবে কি না তা এখনো পরিষ্কার নয়।

এ বিষয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেই জানিয়েছিলেন, বিসিবি সকল পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে বাস্তবতা বলছে, ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক সূচির দ্বন্দ্বে এবারও ঝুঁকিতে জাতীয় দলের প্রস্তুতি।

এদিকে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে কিছুদিন আগে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল আবার শুরু হচ্ছে ১৭ মে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ওপরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর-৪ আসনে যুবদলের সমন্বয়ক তারেকুর রহমান

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

নারীর ভিডিও ধারণের অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

১০

দুঃখ প্রকাশ

১১

অতিরিক্ত চিন্তা বন্ধ করুন ৬ উপায়ে

১২

ইরানের ওপর ‘কড়া নজর’ রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

শহীদ সৈকতের বাড়ি থেকে প্রচারণার দ্বিতীয় দিন শুরু ববি হাজ্জাজের

১৪

ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

১৫

হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

১৬

শীত শেষ না হতেই সবজির বাজারে উত্তাপ

১৭

দুপুরে খাবার পরে ঘুম পায়? কোনো রোগ নয় তো

১৮

২ দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৯

টিম লিড পদে নিয়োগ দেবে দারাজ

২০
X