দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের সপ্তাহটি ইতিবাচকভাবে শুরু হয়েছে। গত সপ্তাহে চার কর্মদিবস উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার সূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এতে বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার হয়েছে।
গতকাল রোববার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। ফলে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। তবে দুপুর ১টা ৩০ মিনিটের পর এক শ্রেণির বিনিয়োগকারী শেয়ার বিক্রির চাপ বাড়ান। এতে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকা থেকে দাম কমার তালিকায় চলে আসে। ফলে কমে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। এর পরও দাম বাড়ার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৮টির। এ ছাড়া ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে এক হাজার ৮১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৬৬ লাখ টাকা। এর মাধ্যমে গত ৭ মের পর ডিএসইতে সবথেকে বেশি লেনদেন হলো।
এই লেনদেনে সবথেকে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ৩৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ টাকার। ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লাভেলো আইসক্রিম, সি পার্ল বিচ রিসোর্ট, লিগ্যাসি ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০ কোটি ৯০ লাখ টাকা।
মন্তব্য করুন