মৃত্তিকা সাহা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

কোটিপতি আমানতকারী বাড়ল ৬৯৬২

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
কোটিপতি আমানতকারী বাড়ল ৬৯৬২

বর্তমান উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন দেশের দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের হিমশিম দশা, তখন সেই জীবনযাত্রার বাড়তি ব্যয় মেটানোর পরও সমাজের একটি বিশেষ শ্রেণির মানুষের এই সময়ে অতিরিক্ত আয় যোগ হয়েছে। এই আয়ের একটি অংশ ব্যাংকে আমানত হিসেবে গচ্ছিত আছে। দিন দিন তাদের এই আমানতের পরিমাণও বাড়ছে। যার মাধ্যমে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা আরও সমৃদ্ধ হচ্ছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সাল শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৯৬২টি।

অর্থনীতিবিদরা বলছেন, এটি দেশে আয় বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ। মূলত আয় বৈষম্যের কারণেই দেশের কোটি টাকার আমানতকারীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে কালো টাকা অর্জন, হন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারে কিছুটা প্রতিবন্ধকতা, প্রণোদনা প্যাকেজের টাকা ভিন্ন খাতে স্থানান্তর, কর নীতিতে অসামঞ্জস্য, ধনীদের কাছ থেকে কম হারে কর আদায়ও দেশের আয় বৈষম্যের অন্যতম কারণ। এসব কারণে এক শ্রেণির মানুষের বৈধ ও অবৈধ উপায়ে আয় বাড়ছে। তবে আয় কমেছে, এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এ অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি এম মির্জ্জা আজিজুল ইসলাম কালবেলাকে বলেন, কোটিপতি আমানতধারীর সংখ্যা বৃদ্ধি হলো সমাজের আয় বৈষম্য প্রকট আকার ধারণ করার একটা অন্যতম দৃষ্টান্ত। দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান কমে যাওয়ার কারণেই এই আয় বৈষম্য বাড়ছে। তাই বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো না গেলে সামনে এটা আরও বাড়তেই থাকবে।’

বাংলাদেশ ব্যাংকের এ সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০২৩ সাল শেষে দেশে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯০৮টি, যা গত বছরের একই সময়ে ছিল ১ লাখ ৯ হাজার ৯৪৬টি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৯৬২টি। আর আগের প্রান্তিক সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ৩ হাজার ৩২২টি।

প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা যায়, বর্তমানে দেশে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ ৭ লাখ ৪১ হাজার ৪৬২ কোটি টাকা, যা ব্যাংকিং খাতের মোট আমানতের প্রায় ৪২ দশমিক ৩৯ শতাংশ। এর আগের প্রান্তিক সেপ্টেম্বর শেষে ছিল ৭ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা, যা মোট আমানতের প্রায় ৪২ দশমিক ৩৫ শতাংশ। সেই হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে কোটিপতি আমানতকারীদের আমানত বেড়েছে ১৫ হাজার ৯১২ কোটি টাকা।

২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৯৩৭টি। এসব হিসাবে মোট আমানত রয়েছে ১৭ লাখ ৪৯ হাজার ১৩২ কোটি টাকা।

তবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ, ব্যাংকে ১ কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর শেষে ১ কোটি ১ থেকে ৫ কোটির মধ্যে রয়েছে ৯২ হাজার ৫১৬টি হিসাব। এসব হিসাবে টাকার পরিমাণ ১ লাখ ৯৪ হাজার ৩৩৬ কোটি টাকা। এ সময় ৫ কোটি ১ থেকে ১০ কোটির মধ্যে রয়েছে ১২ হাজার ৬৫২টি হিসাব। এসব হিসাবে টাকার পরিমাণ ৮৯ হাজার ৪৫১ কোটি টাকা। এ ছাড়া ১০ কোটি ১ থেকে ১৫ কোটি টাকার হিসাব রয়েছে ৪ হাজার ৮২টি। ১৫ কোটি ১ থেকে ২০ কোটি টাকার মধ্যে ২ হাজার ২টি হিসাব। ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে রয়েছে ১ হাজার ৩৪৫টি, ২৫ কোটি ১ থেকে ৩০ কোটির মধ্যে হিসাব রয়েছে ৯১২টি। ৩০ কোটি ১ থেকে ৩৫ কোটি টাকার হিসাব রয়েছে ৪৮০টি। ৩৫ কোটি থেকে ৪০ কোটির মধ্যে ৩৬৯টি, ৪০ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি টাকার হিসাব সংখ্যা ৭৩৮টি। এ সময়ে ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা হিসাব সংখ্যা ১ হাজার ৮১২টি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টিতে। ২০২১ সালের ডিসেম্বরে বেড়ে কোটিপতি হিসাব দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

বড় ভূমিকম্পের আগাম বার্তা

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

১০

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

১১

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

১২

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

১৩

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

১৪

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

১৫

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

১৬

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১৭

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১৮

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

২০
X