ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে গতকাল সোমবার একটি বাস স্টপেজে দুই বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশ বলছে, দুই হামলাকারীকেও হত্যা করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে গাজার শাসকগোষ্ঠী হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে ‘হারিকেন অভিযান’ শুরু করবে ইসরায়েল। গার্ডিয়ান ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
কয়েকদিন ধরে গাজার বড় বড় আবাসিক ভবন একেবারে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গতকাল সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে, সোমবার গাজা শহরের আকাশে শক্তিশালী ‘হারিকেন’ আঘাত হানবে এবং সন্ত্রাসীদের টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে। তবে এ বিষয়ে সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনী গাজার সুউচ্চ ভবনগুলোতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, সেগুলো হামাস ব্যবহার করে। যদিও এ দাবি হামাস প্রত্যাখ্যান করেছে। গতকালও এমনটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত গাজা সিটি দখল করতেই এমন অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী।
জেরুজালেমে গুলিতে নিহত ৬ : কারা এ হামলা চালিয়েছে বা এর উদ্দেশ্য কী ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এ হামলা চালানো দুই ফিলিস্তিনি ‘প্রতিরোধ যোদ্ধার’ প্রশংসা করেছে। তবে তারা সরাসরি এ হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ বছর বয়সী এক পুরুষ ও এক নারী এবং ত্রিশের কোঠায় থাকা তিন পুরুষ রয়েছেন। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি পুলিশের তথ্যমতে, গাড়িতে দুই হামলাকারী এসে রামোট জংশনের একটি বাস স্টপেজে এলোপাতাড়ি গুলি চালায়। পরে এক নিরাপত্তা কর্মকর্তা ও এক সাধারণ নাগরিকের গুলিতে হামলাকারীরা নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহৃত বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও একটি ছুরি উদ্ধার করেছে।
ইসলামিক জিহাদ নামে আরেকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীও এ হামলার প্রশংসা করেছে। এ জংশনটি জেরুজালেমের এমন একটি অংশে অবস্থিত, যা ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করেছে। পরে অধিকৃত এ অঞ্চলকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে। তবে জাতিসংঘ ও বিশ্বের বেশিরভাগ দেশ এ অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দেয়নি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ‘পরিস্থিতি মূল্যায়ন’ করতে বৈঠক করছেন।
বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির পর রামোট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প: গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’
‘গাজায় দুর্ভিক্ষ রোধের সময় দ্রুত ফুরিয়ে আসছে’: গাজায় দুর্ভিক্ষ আরও ছড়িয়ে পড়া ঠেকানোর সুযোগ এখনো রয়েছে। রোববার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করে গাজায় অবাধে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, গাজা নগরীসহ বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ ফিলিস্তিনি এরই মধ্যে দুর্ভিক্ষে ভুগছেন বা এর ঝুঁকিতে আছেন। এর মধ্যেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন