ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি) জানিয়েছে, দেশটিতে আগামী সাধারণ নির্বাচন নির্ধারিত সময়ের আগেও হতে পারে। যদি ১২ আগস্ট মেয়াদ শেষ হওয়ার আগে জাতীয় ও দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া না হয় তবে ১১ অক্টোবর নির্বাচন হবে।
আর যদি আগেই শাহবাজ সরকার ক্ষমতা হস্তান্তর করে, তাহলে আগেই হবে নির্বাচন। ইসিপি সচিব ওমর হামিদ খান ও বিশেষ সচিব জাফর ইকবাল হুসেইন বলেন, ৬০ বা ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে তারা প্রস্তুত।
ডন জানিয়েছে, এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্ধারিত সময়ের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন