নাসরিন সুলতানা হিরা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
প্রিন্ট সংস্করণ
চবি হিস্ট্রি ক্লাব

তিন মিনিটের প্রেজেন্টেশন

তিন মিনিটের প্রেজেন্টেশন

কলা ও মানববিদ্যা অনুষদে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব প্রতিবছরের মতো এবারও তিন মিনিট প্রেজেন্টেশন কনটেস্ট—থ্রিএমপিসি আয়োজন করেছে। বরাবরের মতো এবারও ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরা হয় এতে। এবার উঠে এসেছে ঐতিহাসিক বিপ্লবের কথা।

বিভিন্ন বিভাগের ৬০ শিক্ষার্থী মোট ছয়টি দলে অংশ নিয়েছে এবারের আয়োজনে। প্রেজেন্টেশনের বিষয়বস্তু ছিল—তরুণ তুর্কি বিপ্লব, ফরাসি বিপ্লব, অক্টোবর বিপ্লবসহ উল্লেখযোগ্য ছয়টি বিপ্লব।

দলের নামগুলো ছিল মজার—রেড কমরেড, টিম লিবার্টি, টিম বুয়াজিজি, দ্য টার্ক রিভাইভলিস্ট, নেপোলিয়ন বোনাপার্ট ইত্যাদি।

থ্রিএমপিসি প্রোগ্রামে দলগুলোকে মোট ১০০ নম্বরের জন্য লড়তে হয়েছে। এর মধ্যে নেতৃত্বে বরাদ্দ ১০, অনলাইন প্রোমোশনে ১০, অফলাইন প্রমোশনে ১০, রিপোর্ট রাইটিংয়ে ১৫, ডকুমেন্টারিতে ১৫, স্লাইড মেকিংয়ে ১০। সেইসঙ্গে প্রেজেন্টেশনের ক্ষেত্রে তিনজন দলীয় সদস্যের জন্য ছিল ৩০ নম্বর।

একটি দলের তিন সদস্য জনপ্রতি উপস্থাপনার জন্য পায় ৩ মিনিট করে। অবশ্য প্রেজেন্টেশনের শুরুতে দলনেতা ১ মিনিট সময় পান দলের নামকরণ নিয়ে কথা বলতে। তিন সদস্য প্রেজেন্টেশন দিলেও সবাইকেই সক্রিয় থাকতে হয়। ডকুমেন্টারি, রিপোর্ট, স্লাইড তৈরি, পোস্টার বানানো এসব কাজতো আছেই। থ্রিএমপিসি এমন এক আয়োজন, যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একাডেমিক পড়ার পাশাপাশি সফট স্কিলে দক্ষ হওয়ার সুযোগ পায়। এতে তাদের পাবলিক স্পিকিংয়ের জড়তা কাটে। বাড়ে টাইম ম্যানেজমেন্ট ও নেতৃত্বদানের দক্ষতা।

২৪ আগস্ট প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে। টিম বুয়াজিজির নোমান হয়েছেন সেরা লিডার। সেরা কো-লিডার হয়েছেন রেড কমরেড টিমের সাজ্জাদ। সেরা উপস্থাপক টিম লিবার্টির নাজিফা মোস্তাফিজ। দলগত চ্যাম্পিয়নও টিম লিবার্টি। মনোনীত সবাইকে দেওয়া হয় ক্রেস্ট।

আমন্ত্রিত অতিথি ট্রাস্টি বোর্ডের মেম্বার যীশু মিত্র এবং অ্যালমনাই মেম্বার শাহিনুরকে উক্ত অনুষ্ঠানে ক্রেস প্রদান করা হয়। শুধু তাই নয়, অর্গেনাইজিং টিমের সদস্য মামুন, হাফিজ, মহিউদ্দীন, সাজ্জাদ, নওশিনের হাতেও তাদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এমন আয়োজনে ক্লাবের পাশাপাশি পৃষ্ঠপোষকতায় ছিল ক্লাবের অ্যালমনাই মেম্বার ইশতিয়াক।

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আবু সাঈদ মামুন, সেক্রেটারি মো. হাফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ, ক্লাবের ট্রাস্টি বোর্ডের মেম্বার যীশু মিত্রসহ অ্যালমনাই মেম্বার শাহিনুর। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আহসানুল কবীর।

২০১৭ সালের ২২ আগস্ট যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব। বিশ্ব ইতিহাসকে নব প্রজন্মের কাছে তুলে ধরা এবং করপোরেট জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে কাজ করে যাচ্ছে ক্লাবটি। তরুণদের সঙ্গে নিয়ে দেশের ইতিহাস, গৌরবোজ্জ্বল ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, প্রত্নতত্ত্ব নিয়েও কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও যুক্ত থাকতে দেখা যায় হিস্ট্রি ক্লাবকে।

নাসরিন সুলতানা হিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১০

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১৬

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১৭

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৮

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৯

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

২০
X