‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গণসংহতি আন্দোলনসহ গণতন্ত্র মঞ্চের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন সংগঠনটির নেতারা।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা চলছিল। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা চালান। জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদুল আল জাহিদের মাথা ফেটে গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, বিআরটিসি এলাকায় কোনো মারামারির তথ্য জানা নেই। গণসংহতি আন্দোলন যে প্রোগ্রাম করছিল, তা-ও জানি না।
মন্তব্য করুন