শেরপুরে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি মো. স্বপন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার ময়মনসিংহের ত্রিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। র্যাব জানায়, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে রঘুনাথপুর কোনাচিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত ২ জুলাই খালেকের ওপর নূরে আলম সিদ্দিকী উপস্থিত থেকে দেশীয় অস্ত্র নিয়ে তার সঙ্গীরা হামলা চালায়।
মন্তব্য করুন