কালবেলা প্রতিবেদক ও খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
খুলনায় সেনাপ্রধান

পুলিশ কাজ শুরু করলে ফিরবে সেনাবাহিনী

পুলিশ কাজ শুরু করলে ফিরবে সেনাবাহিনী

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার বিকেলে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানান।

এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান আরও বলেন, সংখ্যালঘুদের একটা ইস্যু ছিল। আমি সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখলাম, সারা বাংলাদেশে ৩০টা মাইনোরিটি রিলেটেড সহিংসতার ঘটনার মধ্যে জেলায় ঘটেছে ২০টা। এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাঙচুর। এগুলোর মধ্যে অধিকাংশই আবার পলিটিক্যাল র‌্যাভেল (রাজনৈতিক প্রতিহিংসা)। এ কারণে এগুলো হয়েছে। তবে আশা করি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। আমি আশা করব রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আমি নিশ্চিত তারা বুঝবে জনগণ এখন কী চায়। যদি জনগণ অরক্ষিত থাকে, যদি দেশে অশান্তি বিরাজ করে; আমি নিশ্চিত তারা এগুলো করবে না।

তারা (রাজনৈতিক দল) যদি আমাদের সাহায্য করে এবং আপনারাও আমাদের সাহায্য করেন, তাহলে আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

এদিকে আইএসপিআর জানায়, গতকাল যশোর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান। পরিদর্শনকালে আহত সেনা সদস্যদেরও দেখে এসেছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্য পদবির সেনা সদস্যদের দেখতে যশোর সিএমএইচে যান। এরপর তিনি খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

বিপাকে স্বরা ভাস্কর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১০

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১১

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১২

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৩

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৪

মৌদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৫

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

১৮

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

১৯

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

২০
X