কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

এনআইডি সেবা স্বরাষ্ট্রেই যাচ্ছে

এনআইডি সেবা স্বরাষ্ট্রেই যাচ্ছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুতের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’-এর খসড়ায় চূড়ান্তভাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। ফলে আইনটি সংসদে পাস হলে এনআইডি সেবা আর ইসির কাছে থাকবে না। এ ছাড়া আইনটি কার্যকর হলে নাগরিকদের পরিচয়ের জন্য একটি নম্বর দেবে সুরক্ষা সেবা বিভাগ। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ফিরে বিকেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, আইনের অধীনে একটি নিবন্ধক অফিস থাকবে। তারা এনআইডি নিবন্ধনের কাজ করবে। তারা চাইলে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিবন্ধকের কার্যালয় থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক কবে নাগাদ এটি আইনে পরিণত হবে, তা আমি জানি না। তবে আমরা চাই, দেশের সব নাগরিকের একটাই নম্বর থাকুক। আমরা সেদিকেই যাচ্ছি।

এনআইডি সেবা ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিতে নিবন্ধন আইনের খসড়া এক বছর আগেই মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা।

সাধারণত কোনো বিল সংসদে পাস হলেই কার্যকর হয়। তবে এটির বেলায় তা হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি সংসদে পাস হলেও এখনই কার্যকর হবে না। সরকার যখন মনে করবে, তখন সিদ্ধান্ত জানালে তা

কার্যকর হবে।

এ আইন কার্যকর হলে ইসির এনআইডি-সংক্রান্ত দায়িত্ব হবে শুধু ভোটার তালিকা হালনাগাদ করা। নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা তাকে ভোটার তালিকায় যুক্ত করবেন। আর নাগরিকরা জন্মের পরপরই নিবন্ধন করে ফেলতে পারবেন; যা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসির পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দিতে ২০২১ সালের ১৭ মে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। ২৪ মে ইসি সচিব ও সুরক্ষা সেবা বিভাগ সচিবের কাছে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে এনআইডি নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় সুরক্ষা সেবা বিভাগকে এ দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ উল্লেখ করা হয়। চিঠিতে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বের মধ্যে এনআইডি নিবন্ধন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করতে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ১০ অনুসরণে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০১৮ সালের ২ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী একটি স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০’-এ নির্বাচন কমিশনের পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্তকরণসহ প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া এনআইডি নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান অবকাঠামো ও জনবল ইসি থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা নিতেও বলা হয়। ২০২১ সালের ৮ জুন এনআইডি নিবন্ধন কার্যক্রম নিজেদের কাছে রাখার বিষয়ে অবস্থান তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয় ইসি। এতে ইসি জানায়, এনআইডির কাজ অন্য বিভাগে গেলে ভোটার তালিকা তৈরি ও হালনাগাদ এবং নির্বাচনসহ বিভিন্ন সমস্যা হবে। এরপর গত বছরের ২০ জুন কমিশনকে আরেকটি চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রের আলোকে সরকার এনআইডি নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে ইসি থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে: গতকালের বৈঠকে প্রস্তাবিত শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে চূড়ান্তভাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন মিলেছে।

কম দামে জাহাজ কিনে রিসাইক্লিং: ‘দ্য হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস, ২০০৯’-এর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে মেয়াদোত্তীর্ণ জাহাজ কিনে দেশে রিসাইক্লিং হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে রাশেদের স্ট্যাটাস

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

১০

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

১১

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

১৩

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১৪

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১৫

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১৬

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৭

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৮

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৯

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

২০
X