আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আয়ার্সে কোপা সুদামেরিকানা ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মারামারিতে অন্তত ১০ জন আহত ও ৩০০ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আর্জেন্টিনার ক্লাব ইনডেপেনডিয়েন্তে ও চিলির ক্লাব উনিভার্সিদাদ দে চিলের মধ্যকার শেষ ষোলোর দ্বিতীয় লিগ ম্যাচ চলাকালে সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
এস্তাদিও লিবের্তাদোরেস দে আমেরিকা স্টেডিয়ামে দর্শকদের ছোড়া বস্তুগুলোর মধ্যে একটি স্ট্যান গ্রেনেডও ছিল। সহিংসতা চলাকালে এক দর্শক স্টেডিয়ামের ওপর থেকে নিচে পড়ে যান। ম্যাচের বিরতিতে স্বাগতিক দর্শকদের দিকে বিভিন্ন বস্তু ছোড়া হলে এ সংঘর্ষ শুরু হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক দলের কিছু সমর্থক সফরকারী দলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অনেকেই মারধরের শিকার হন, আবার অনেকের কাপড় ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ।
তিনি বলেন, আভেইয়ানেদায় ইনডেপেনডিয়েন্তে ও উনিভার্সিদাদ দে চিলের সমর্থকদের মধ্যে যা ঘটেছে, তা বহু দিক থেকেই ভুল। দোষীদের চিহ্নিত করতে ন্যায়বিচার অবশ্যই কাজ করবে।
ঘটনার সময় ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকলেও চিলিয়ান দলটি সম্মিলিতভাবে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। সহিংসতার জেরে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা মাঠ ত্যাগ করলে ম্যাচটি প্রথমে স্থগিত এবং পরে পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়।
দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাটি তাদের বিচারিক সংস্থার কাছে হস্তান্তর করা হবে এবং এর বিস্তারিত তথ্য শৃঙ্খলাবিষয়ক কমিটির কাছে পাঠানো হবে।
মন্তব্য করুন