কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানের টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট ধরা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) আয় হতে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ ক্যাম্পেইনের নাম হলো ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’। এই ক্যাম্পেইনের মাধ্যমে মূলত বিদেশি পর্যটকদের মূল পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।

এ বছরের শুরুতে জাপানও একই ধরনের কৌশল গ্রহণ করে পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান আসন বরাদ্দ করেছিল, বলেন থিয়েনথং।

থাইল্যান্ডে আন্তর্জাতিক বিমানের টিকিট থাকা বিদেশিরা এখন দেশের ৬টি এয়ারলাইন্সে অভ্যন্তরীণ ফ্লাইটে ২০ কেজি লাগেজসহ এক রাউন্ড-ট্রিপ বিনামূল্যে যেতে পারবেন। এই এয়ারলাইন্সগুলো হলো- থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।

সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুক করবেন সেসব পর্যটকেরা বিনামূল্যে টিকিট পাবেন।

যারা এখনো টিকিট বুক করেননি, এটি শুধু সেসব ভ্রমণকারীদের জন্য এক বিশেষ প্রচারণা বলে জানান সরাওং থিয়েনথং।

এ প্রকল্পটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি পর্যটককে একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (৫০ ডলারের বেশি) বা রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (১০০ ডলারের বেশি) সরকারি ভর্তুকি দেওয়া হবে।

চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, যদিও উচ্চ মৌসুমে আগমন ইতোমধ্যেই ভালো, তবে এই প্রচারণা পর্যটনকে কিছুটা সাহায্য করবে। পর্যটক যে মৌসুমে কম আসে সেসময় চালানো হলে এটি আরও কার্যকর হবে বলে তিনি মনে করেন।

এ বছরের ১৭ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।

তিনি আরও পরামর্শ দেন, সরকারের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় সাহায্যের জন্য তহবিল বরাদ্দ করা উচিত, কারণ উচ্চ খরচ এখনো ভ্রমণকারীদের জন্য বাধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১০

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

১১

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১২

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১৩

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১৪

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১৫

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৬

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৭

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৮

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৯

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

২০
X