কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৫ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
বিশেষ বর্ধিত সভা আজ

তৃণমূলকে এক হওয়ার বার্তা দেবে আ.লীগ

তৃণমূলকে এক হওয়ার বার্তা দেবে আ.লীগ

তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এই বিশেষ সভা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে—এমন ধারণা থেকেই নির্বাচনে তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে দ্বন্দ্ব ভুলে দলের প্রার্থীর জন্য কাজ করতে দেওয়া হতে পারে বার্তা। সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলের সভাপতি।

দলের এ বিশেষ বর্ধিত সভায় স্থানীয় আওয়ামী লীগ, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের মধ্যকার মনোমালিন্য দূর করতে বিশেষ বার্তা দেবেন সভাপতি। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত শুনবেন।

আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে বইছে উত্তাপের হাওয়া। মাঠের বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ষড়যন্ত্র মোকাবিলা এবং সরকারের উন্নয়নের প্রচারণা সভায় বার্তা দেওয়া হতে পারে। এ ছাড়া উন্নয়নের প্রচারে সহায়তা করতে গত সাড়ে ১৪ বছরের সরকারের উন্নয়নের ফিরিস্তি বর্ণনা করে তৈরি করা হয়েছে বই, যা সভায় তৃণমূল থেকে আসা নেতাকর্মীর হাতে তুলে দেওয়া হবে।

সভায় উপস্থিত থাকতে দলের তৃণমূলে পাঠানো হয়েছে চিঠি। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে তালিকা। প্রায় সাড়ে ৩ হাজার তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা এই বর্ধিত সভায় অংশ নেবেন। তবে, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে যেসব জনপ্রতিনিধি জয়ী হয়েছেন তাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সভা সকাল সাড়ে ১০ টায় শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য, মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সব সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে নির্বাচিত দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়রদের।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালবেলাকে বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিশেষ বর্ধিত সভাটি আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশেষ বর্ধিত সভায় নেত্রী আগামী নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা দেবেন। নির্বাচনকে সামনে রেখে সকল দ্বন্দ্ব নিরসন করে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তৃণমূলের নেতাকর্মীকে নির্দেশ দেবেন। এ ছাড়া গত সাড়ে ১৪ বছরের সরকারের উন্নয়নের প্রচার, বিরোধীদের অপপ্রচার ও আন্দোলন মোকাবিলায় এই সভাটি থেকে দলের পক্ষ থেকে বার্তা দেয়া হবে।

গত ৩০ জুলাই বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হয়। সর্বশেষ আওয়ামী লীগের এ ধরনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১০

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৩

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৪

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১৫

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১৬

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১৭

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১৮

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

১৯

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

২০
X