ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ থেকে বাদ পড়ল ‘অনড়’ বাংলাদেশ

ঢুকল স্কটল্যান্ড
বিশ্বকাপ থেকে বাদ পড়ল ‘অনড়’ বাংলাদেশ

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের—আনুষ্ঠানিকভাবেই সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে ডাক পেয়েছে ইউরোপিয়ান দল স্কটল্যান্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী।

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসিকে বিষয়টি অবহিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন সপ্তাহের মতো এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা ও সংলাপ হলেও বাংলাদেশকে ভারতে খেলতে হবে—এমনটাই বোর্ড মিটিংয়ের পর জানিয়ে দিয়েছিল আইসিসি। কিন্তু ক্রিকেটার, কোচ, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সরকার ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবে স্কটিশরা।

২১ জানুয়ারি বাংলাদেশ ইস্যুতে সদস্য দেশগুলোকে নিয়ে বৈঠকে বসেছিল আইসিসি। সেখানে ভোটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের দাবিকে প্রত্যাখ্যান করে সংস্থাটি। এরপর ২৪ ঘণ্টা সময় নিয়েছিল বিসিবি। কিন্তু সরকার আগের অবস্থানে থাকায় আর কোনো কিছু জানায়নি তারা। গতকাল আইসিসির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি ঘোষণা করছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানায়, ‘এই ঘোষণা এসেছে এমন এক প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশ জাতীয় দলের ভারতে নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরও বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানায়, যা আইসিসি প্রত্যাখ্যান করে।’

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ, শেষ হবে ৮ মার্চ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হলেও সমাধান মেলেনি। উল্টো বিসিবিকে দায় দিয়ে আইসিসি বলছে, ‘বিসিবি যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা সমাধানের জন্য আইসিসি একটি বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ ও গঠনমূলক পদ্ধতিতে বিসিবির সঙ্গে একাধিক দফায় আলোচনা করে, যার মধ্যে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠক অন্তর্ভুক্ত ছিল।’ স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় তারা জানায়, ‘স্কটল্যান্ড হলো সেই সর্বোচ্চ র্যাংকপ্রাপ্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক দল, যারা মূলত টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমানে তারা র্যাংকিংয়ে ১৪ নম্বরে রয়েছে, যা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতটি দলের নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান ও ইতালির চেয়েও এগিয়ে।’

আইসিসির এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেটা আগে থেকেই জানা ছিল। তবে এ ধরনের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভী। স্থানীয় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘একটা দেশ আরেকটা দেশের ওপর স্বৈরাচারী আচরণ করতে পারে না। আর যদি এমন করার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানেরও অবশ্য নিজস্ব অবস্থান আছে। যাক, আগে সিদ্ধান্ত আসুক, আমাদের কাছে পরিকল্পনা এ, বি, সি, ডি—সব প্রস্তুত আছে।’ বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান কি বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ফিরে আসার জন্য আমরা অপেক্ষায় আছি (বিশ্বকাপ বয়কট করা প্রসঙ্গে)। উনি এলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১০

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১১

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১২

বিয়ের পথে টম-জেনডায়া

১৩

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

১৫

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

১৬

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

১৭

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১৮

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

১৯

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

২০
X