ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

এবার মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জে বিসিবি

ক্রিকেট
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন মাস যেতে না যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের অভ্যন্তরে দেখা দিয়েছে অস্থিরতা। সর্বশেষ গত শনিবার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। শুধু তাই নয়, সম্প্রতি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সামনে ‘প্রেসিডেন্ট বক্সে’ দুই পরিচালকের বাগবিতণ্ডা ও হট্টগোল এবং ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের ঘটনা এখনো তরতাজাই। এসবের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার খেসারত হিসেবে নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে বিসিবি।

২৫ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা শঙ্কার ইস্যুতে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেয় আইসিসি। মাঠের খেলায় কবে ফিরবে বাংলাদেশ, সেটাও এক প্রকার অনিশ্চয়তায়। মার্চে সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তানের। বছরজুড়ে বাকি সিরিজগুলো হবে কি না—তারও নেই নিশ্চয়তা। বিশেষ করে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারত-অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। এ ছাড়া বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক তুলে ঢাকা লিগ বয়কট করেছে বেশিরভাগ ক্লাব। ঘরোয়া টুর্নামেন্টগুলোও আছে অনিশ্চয়তার মুখে। সবকিছু সামাল দিতে ব্যর্থ বিসিবি—সেটাও স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের চোখে ক্রিকেট রাজনীতিই এই পরিস্থিতির জন্য দায়ী, ‘আমি বলতে চাচ্ছি, আপনি সবসময় ভাবেন যে, চলুন খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখি...। কিন্তু দুঃখজনকভাবে আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না।’

বিশ্বকাপ না খেললে কী পরিমাণ ক্ষতির মুখে পড়তে হতে পারে বিসিবি, তা এখনই ধারণা করা কঠিন। তবে শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে নিশ্চিতভাবেই চাপে থাকবে বিসিবি। টুর্নামেন্ট থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে যেমন বঞ্চিত হবে, তেমনি জরিমানাও গুনতে হতে পারে। এমনকি শাস্তি হিসেবে নিষেধাজ্ঞার মতো কঠিন কোনো সিদ্ধান্তও আসতে পারে বলে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের মতে, পুরো বিষয়টি কূটনৈতিকভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। অনভিজ্ঞ বোর্ডের কাছ থেকে এর বেশি কিছু আশাও ছিল না জানিয়ে তিনি বলেন, ‘এই বোর্ডের ৮০-৯০ শতাংশই নতুন মানুষ। এরা কেউ কখনো কোনো ক্লাব ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন! কখনো কোনো টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে ছিলেন, সেটাও তো ছিলেন না। এই যে আসিফ আকবর, আমজাদ হোসেনদের মতো পরিচালকরা, তাদের কারোরই তো মাঠ পর্যায়ে সংগঠকের ভূমিকায় কখনো দেখা যায়নি। তাদের মাধ্যমে এত বড় সমস্যা কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে!’

শুধু তাই নয়, টুর্নামেন্ট না খেলায় জরিমানাসহ নানা ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি—এমনটা মনে করেন অভিজ্ঞ এই সংগঠক। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের যে ১ হাজার ৪০০ কোটি টাকার কথা বলা হয়, আইসিসি থেকে লভ্যাংশ না এলে এই টাকা শেষ হতে এক বছরও লাগবে না। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলতে না চাইলে পাকিস্তান, জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে খেলে তেমন আর্থিকভাবে লাভবানও হওয়া সম্ভব নয়। এর ওপর আমাদের ঘরোয়া ক্রিকেট চলে ভর্তুকি দিয়ে।’ শুধু ভারত সিরিজেই বাংলাদেশ আয় করে অন্তত ১২০-১৩০ কোটি টাকার মতো। বাকি সব সিরিজ থেকে তার সমপরিমাণও আয় হয় না হলে দাবি করেন তিনি। দেশের ক্রিকেটের আরেক অভিজ্ঞ সংগঠক রফিকুল ইসলাম বাবুর মতে, আইসিসিতে দুর্বল অবস্থান প্রেসিডেন্ট বুলবুলের, ‘আমরা তো জানতাম বুলবুল আইসিসিতে চাকরি করেন, কিন্তু সেখানে তার অবস্থান কতটা শক্তিশালী ছিল, তা তো এখন দেখতেই পাচ্ছি। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া পুরো বোর্ডের ব্যর্থতা।’

ক্রিকেট বিপণনেও বড় ধাক্কা খেতে পারে বিসিবি। জাতীয় দলের স্পন্সর নেওয়ার সময় ভারত, অস্ট্রেলিয়ার মতো আকর্ষণী সিরিজ, বিশ্বকাপের মতো জনপ্রিয় টুর্নামেন্ট দেখিয়ে বড় অঙ্কের চুক্তি করে থাকে বিসিবি। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া ও ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার পর সেসব স্পন্সর প্রতিষ্ঠান থেকে পুরো অর্থ বিসিবি পাবে কি না, সে প্রশ্নও থেকে যাচ্ছে। বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনে করেন, ভারতবিরোধী নেরেটিভ তৈরি করে আবেগের বাতাসে ভাসছেন বুলবুলরা।

যদিও এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আসর থেকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় জাতির অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক দুঃখজনক মুহূর্ত। এ নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী, যখন প্রতিটি দল ও প্রতিটি খেলোয়াড়কে সম্মান করা হয়, যথাযথ ও ধারাবাহিক সমর্থন দেওয়া হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত থাকে। সব দলের অংশগ্রহণ ও অবদানে টুর্নামেন্ট সফল হলেই খেলাটির সেরা রূপ দেখা যায়।’ আইসিসির সমালোচনা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেসন গিলেস্পি, ‘কেন বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে খেলতে পারবে না, এর কোনো ব্যাখ্যা আইসিসি কি দিয়েছে? স্মৃতি থেকে বলতে পারি, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায়নি ভারত এবং ওই ম্যাচগুলো তারা (আয়োজক) দেশের বাইরে খেলে। কেউ কি এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১০

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১১

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১২

বিয়ের পথে টম-জেনডায়া

১৩

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

১৫

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

১৬

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

১৭

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১৮

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

১৯

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

২০
X