শেখ হারুন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

কাজ ছাড়াই খরচ বাড়ছে ৪০৩ কোটি টাকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
কাজ ছাড়াই খরচ বাড়ছে ৪০৩ কোটি টাকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন শীর্ষক প্রকল্পটি ২০২২ সালের জুনে অনুমোদন দেওয়া হয়। পরের মাস অর্থাৎ জুলাইয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করার কথা থাকলেও এখনো কোনো কাজই করতে পারেনি বাস্তবায়নকারী সংস্থা। তবে কাজ না করলেও এক বছরের মাথায় প্রকল্পের খরচ ৪০৩ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাব করা হয়েছে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবিত আরএমইউ স্থাপন শীর্ষক প্রকল্পটি ১ হাজার ৮৬৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য গত বছর একনেকে অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়ন মেয়াদ ধরা হয় ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।

জানা গেছে, এক বছরেরও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের জমি অধিগ্রহণ হয়নি। এমনকি উল্লেখযোগ্য কোনো বাস্তব অগ্রগতি হয়নি। কাজ ছাড়াই এই প্রকল্পে খরচ হয়েছে ৫৮৬ কোটি ৯৭ লাখ টাকা; কিন্তু ভৌত অগ্রগতি শূন্য। খরচের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এর আগের প্রাক্কলন অনুযায়ী জমির অধিগ্রহণ মূল্য হিসেবে এ পরিমাণ টাকা পরিশোধ করা হয়েছে।

সংশোধনীর কারণ হিসেবে বলা হয়েছেÑপরিকল্পনা কমিশনে নির্মাণ ও পূর্ত খাতে ব্যয় বৃদ্ধি এবং জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের ব্যয় বাড়াতে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। সংশোধনী প্রস্তাবে খরচ ধরা হয়েছে ২ হাজার ২৭০ কোটি ৪২ লাখ টাকা,Ñযা মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ৪০৩ কোটি ৩৪ লাখ টাকা বা ২১.৬ শতাংশ বেশি। প্রস্তাবনা পর্যালোচনা করে দেখা যায়, প্রকল্পের নির্মাণ ও পূর্ত খাতে অনুমোদিত ৮৬৮ কোটি ১৯ লাখ টাকার জায়গায় ১ হাজার ৯৩ কোটি ৬৬ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় বৃদ্ধি পেয়েছে ২২৫ কোটি ৪৬ লাখ টাকা।

এদিকে জমির পরিমাণ কমলেও অধিগ্রহণ ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনুমোদিত প্রকল্পে ৬৭.৭৮২০ একর জমির জন্য খরচ ধরা হয়েছিল ৫৮৬ কোটি ৬৩ লাখ টাকা। সংশোধিত প্রস্তাবে জমির পরিমাণ ১০.২৮ শতাংশ কমলেও খরচ ১৭২ কোটি ১৮ লাখ থেকে বাড়িয়ে ৭৫৮ কোটি ৮১ লাখ টাকা দাবি করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৬টি গাড়ি কেনা না হলেও পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট খাতে ২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।

স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আলোচ্য প্রকল্পের সংশোধনী প্রস্তাবে জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতের অত্যধিক ব্যয় বৃদ্ধি এবং এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও জমি অধিগ্রহণ করতে না পারায় দীর্ঘসূত্রতা হয়েছে বলে মনে করছে পরিকল্পনা কমিশন।

গত ১৩ সেপ্টেম্বর এ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশোধনী প্রস্তাবের জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে অনুমোদিত ব্যয়ের চেয়ে অতিরিক্ত ব্যয়সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে প্রকল্পের এক বছর পার হলেও কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন খাতে ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করে এবং জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, জমির পরিমাণের তারতম্যের প্রভাব উল্লেখ করে সংশোধিত প্রস্তাব পুনর্গঠন করে পাঠাতে বলা হয়েছে।

সংশোধনী প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে পিইসি সভায় বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৬টি গাড়ির পরিবর্তে ৪টি গাড়ি রাখতে হবে। গাড়ি না কেনা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ২টি গাড়ি ভাড়া নিতে হবে। সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ বাবদ বরাদ্দ ১ কোটি টাকা প্রকল্প থেকে বাদ দিতে বলা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের আওতায় নির্ধারিত ১২০ কার্যদিবসের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং ভবিষ্যতে ভূমি অধিগ্রহণ মূল্য নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর যত্নবান হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত প্রকল্পের আরডিপিপি পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করতে বলা হয়।

সংশোধনী প্রস্তাবের বিষয়ে প্রকল্প পরিচালক ও আরএমইউর উপাচার্য অধ্যাপক এজেডএম মোস্তাক হোসেন কালবেলাকে বলেন, প্রকল্পটি অনুমোদনের পর পিডব্লিউডির রেট শিডিউল পরিবর্তনের কারণে নির্মাণ ও পূর্ত খাতের ব্যয় বৃদ্ধি, হালনাগাদ মূল্যের ভিত্তিতে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ব্যয় বৃদ্ধি পেয়েছে। নির্মাণকাজের মূল্য বৃদ্ধি এবং জমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক মূল্য বৃদ্ধি সমন্বয় করতে প্রকল্পটির প্রথম সংশোধন প্রস্তাব করা হয়েছে। নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ার কাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। ফলে উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে অগ্রসর হয়নি। এ ছাড়া জমি বুঝে না পাওয়ায় কোনো ভৌত কাজও করা যায়নি। নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় প্রকল্পের গাড়ি ক্রয় করা হয়নি। তবে দাপ্তরিক কার্য পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত দুটি গাড়িতে জ্বালানি বাবদ খরচ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১০

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১১

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১২

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৩

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৪

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৫

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৭

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

২০
X