এনায়েত শাওন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনীতির মাঠে নির্ভার আওয়ামী লীগ

দ্বাদশ সংসদ নির্বাচন
আওয়ামী লীগের লোগো।
আওয়ামী লীগের লোগো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এ-সংক্রান্ত সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে মসৃণভাবে। বিরোধীদের নামমাত্র হরতাল-অবরোধ কর্মসূচিতে নির্ঝঞ্ঝাট পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপিকে নির্বাচনে এনে অংশগ্রহণমূলক করতে গত বছর থেকেই বিদেশি কূটনীতিকদের যে দৌড়ঝাঁপ, তাও কমে এসেছে। ফলে অক্টোবরে রাজনীতির উত্তপ্ত মাঠে হঠাৎই বইছে ফুরফুরে হাওয়া, আত্মবিশ্বাস বেড়েছে ক্ষমতাসীন শিবিরে।

নির্ভার এই রাজনীতির মাঠেও নাশকতা এবং নৈরাজ্যের আশঙ্কায় সজাগ রয়েছে ক্ষমতাসীনরা। রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশ্লেষকরা বলছেন, হরতাল অবরোধের মতো কর্মসূচির মধ্যেও ভোটারের উপস্থিতি নিশ্চিত করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চ্যালেঞ্জ রয়েছে আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নেওয়া সব দলের।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী কালবেলাকে বলেন, রাজনীতির পরিবেশ এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তবে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনের আগেই জিততে চাওয়ার মানসিকতা পরিহার করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জনগণের কাছে ভোট চাইতে হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, এটিই আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ।

গত বছরের মধ্যভাগ থেকে এ বছরের অক্টোবরের শেষভাগ পর্যন্ত দেশের রাজনীতিতে বয়ে গেছে উত্তপ্ত হাওয়া, তৈরি হয়েছিল শঙ্কার পরিবেশ। প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি, বিএনপি ও এর মিত্রদের টানা সরকারবিরোধী আন্দোলন, বিদেশি কূটনীতিকদের একের পর এক বাংলাদেশ সফর, সংলাপের পরিবেশ তৈরি করতে চাপ কিছুটা বেকায়দায় ফেলেছিল আওয়ামী লীগকে। সেই অসুবিধাজনক জায়গা থেকে হঠাৎই উত্তরণ ঘটে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন বিচারপতির বাড়ি ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায়। উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের মনোবলে আঘাত হানে, আওয়ামী লীগের আত্মবিশ্বাসের পালে লাগে হাওয়া। স্বীকার না করলেও কার্যত পশ্চিমাদের তৎপরতাও কমে আসে এরপর।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালবেলাকে বলেন, আওয়ামী লীগ সব সময়ই নির্ভার ছিল, বরং বিএনপিই ছিল চাপে। নির্বাচনে না আসার মতো ভুল রাজনীতির খেসারত দিচ্ছে তারা। নির্বাচন বর্জনের মাধ্যমে তারা সেই পুরোনো বৃত্তেই ঢুকে গেল। এখন আমাদের লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপি না আসায় ভোটারদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হবে কি না—সে বিষয়ে শঙ্কা থাকলেও ২৮টি নিবন্ধিত দল অংশ নেওয়ায় আওয়ামী লীগ এখন অনেকটাই ভারমুক্ত। দেশে-বিদেশে বিভিন্ন মহলের কাছে নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে মনোনয়ন না পাওয়া দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণের পথ খুলে দেওয়া হয়েছে। তা ছাড়া নিবন্ধিত বেশিরভাগ দলের অংশগ্রহণের ফলে এবারের নির্বাচনকে একতরফা আখ্যা দেওয়া পশ্চিমাদের পক্ষে কঠিন হবে। প্রাথমিক এই সাফল্যে আওয়ামী লীগের ওপর থেকে বড় চাপ সরে গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ কালবেলাকে বলেন, দলকে নির্ভার বলা যায়। তবে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ তো কখনোই ছিল না। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে, তার এক কিয়দাংশও কেউ করতে পারেনি। দেশের মানুষ উন্নয়ন চায়, এজন্য তারা উন্নয়নের পক্ষেই থাকবে। আওয়ামী লীগও নির্বাচনে জিতবে।

জানা গেছে, দশম ও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর করতে দৃঢ়প্রতিজ্ঞ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। এতে আন্তর্জাতিক মহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও বিতর্কমুক্ত ছিল না। ফলে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীনদের কাছে বড় চ্যালেঞ্জ স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ভোটার উপস্থিতির মাধ্যমে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান। তবে বিএনপির টানা অবরোধ ও হরতাল অব্যাহত থাকলে নাশকতা ও নৈরাজ্যের আশঙ্কা থেকে আরও সজাগ থাকতে বদ্ধপরিকর ক্ষমতাসীনরা।

এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালবেলাকে বলেন, আমরা নির্ভার তা পুরোপুরি বলব না। বরং আরও বেশি সজাগ ও সতর্ক। দেশবিরোধীরা যে কোনো সময় সহিংসতা করতে পারে। ভাড়া করা লোক দিয়েও করতে পারে। সামনে প্রচার শুরু হলে সেই শঙ্কার বিরুদ্ধে আরও সজাগ থাকব।

জানা গেছে, গত বছর থেকে শুরু করে এ বছরের অক্টোবর পর্যন্ত শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পশ্চিমা সম্প্রদায়। ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি বারংবার জানিয়ে আসছে। সেই সঙ্গে সংলাপের তাগিদ দেয়। প্রকাশ করা হয় ভিসা নীতি। একই সঙ্গে বিএনপিকে ভোটে আনতে পরোক্ষভাবে চেষ্টা চালায়। গত দেড় বছরের বিএনপির নানা কর্মসূচিতে যে উত্তাপ ছড়িয়েছিল, রাজনীতির মাঠে তা ২৮ অক্টোবরের সহিংস ঘটনার কারণে ধাক্কা খায়। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ায় পশ্চিমারাও পিছু হটে। এমনকি ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) ওয়েবসাইটে প্রকাশিত ২২ নভেম্বরের এক লেখায় জিওফ্রি ম্যাকডোনাল্ড ২৮ অক্টোবরের ঘটনা সম্পর্কে লেখেন, বিরোধী দলের (বিএনপি) সমর্থকরা পুলিশকে পিটিয়ে মেরে ফেলে, অনেককে আহত করে। পুলিশ হাসপাতাল ও প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, সাংবাদিকদের আহত করে, যা পশ্চিমা মহলে প্রতিক্রিয়া তৈরি করে।

এরই মধ্যে গত ১৫ নভেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০১৪ সালের মতো আবারও নির্বাচনে না আসার ঘোষণা দেয় বিএনপি ও তাদের মিত্ররা। নামকাওয়াস্তে হরতাল-অবরোধের কর্মসূচি দিলেও কার্যত মাঠের অবস্থা না থাকায় এক প্রকার নির্ঝঞ্ঝাট পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮ দল।

সম্পাদনা: রাসেল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

এইচএসসি পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

ডাকসু নির্বাচন / শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

১০

২৪ ঘণ্টা না পেরোতেই বদলি কোম্পানীগঞ্জের ইউএনও

১১

আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদায় শিক্ষাবৃত্তি প্রদান 

১২

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

১৩

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

১৪

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

১৫

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

১৬

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

১৭

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

১৮

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

১৯

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

২০
X