

নতুন বছরের শুরুতেই সুখবরের সুরে ভরে উঠল ভারতের সংগীতাঙ্গন। কণ্ঠে আবেগ আর সুরে যিনি মুগ্ধ করেছেন লাখো শ্রোতাকে, সেই জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি মুন্সী এবার জীবনের সবচেয়ে সুন্দর রাগটি গাইলেন, আর সেটি হলো মাতৃত্বের। রবিবার (১১ জানুয়ারি) ভারতের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভক্তিমূলক গান গাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত অদিতি সকলের প্রিয় হয়ে ওঠেন বেসরকারি এক চ্যানেলে অংশগ্রহণ করার পরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে অদিতি পা রাখেন রাজনৈতিক দুনিয়াতেও। অন্যদিকে তার স্বামী তৃণমূলের যুবনেতা দেবরাজ ২০১৫ সাল থেকে বিধাননগর পুরসভার কাউন্সিলর।
উল্লেখ্য, ২০১৮ সালে দেবরাজের সঙ্গে বিয়ে হয় অদিতির। গানের পাশাপাশি রাজনীতির ময়দানেও অদিতি পা রেখেছেন বিয়ের পরেই। বর্তমানে ভারতের রাজারহাট গোপালপুরের বিধায়ক তিনি। নিয়মিত গানের অনুষ্ঠান করার পাশাপাশি দক্ষ হাতে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন দুটোই সমানতালে সামলাচ্ছিলেন এই তারকা দম্পতি। তবে এবার তাদের সংসারে নতুন সদস্য আসায় খুশির হাওয়া বইছে পরিবারে। আর ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অদিতি-দেবরাজ।
মন্তব্য করুন