বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিভিন্ন বাফার গুদামে ৭১ হাজার ৮০১ টন সার সরবরাহ করেনি সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন পোটন ট্রেডার্স। ২০২১-২২ অর্থবছরে আত্মসাৎ করা এ সারের ক্রয়মূল্য ৫৫৩ কোটি ৮৮ লাখ টাকা। ক্রয়মূল্যের সঙ্গে অন্যান্য খরচ যোগ করা হলে বিসিআইসি তথা সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৮১ কোটি ৫৮ লাখ টাকা। পোটন ট্রেডার্সকে এই সার আত্মসাতের জন্য দায়ী করে বিসিআইসি গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন গত মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে দুদককেও একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
সাইফুদ্দিন খালেদ জানিয়েছেন, ‘৫৮১ কোটি টাকার সার আত্মসাতের জন্য পোটন ট্রেডার্সকে দায়ী করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে দুদককে ২৩ জুলাইয়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে রায় দেবেন আদালত।’
গত ৪ জানুয়ারি ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান। কামরুল আশরাফ খান সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, তিনিই মূলত দেশে সারের ব্যবসা নিয়ন্ত্রণ করেন। পোটন ট্রেডার্স যে সার আত্মসাৎ করেছে, তা উঠে এসেছে সারের আমদানিকারক শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান বিসিআইসির দুটি তদন্তে। সারগুলো খালাস হয়েছিল ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ১৫ মের মধ্যে। সার সরবরাহ না করার পর সাত মাস পেরিয়ে গেলেও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বিসিআইসি। সর্বশেষ গত ২০ ডিসেম্বর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে বিসিআইসির পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।
হাইকোর্ট প্রতিবেদনটি আমলে নিয়ে অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পাশাপাশি শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যানকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিসিআইসি প্রতিবেদন দাখিল করে।
মন্তব্য করুন