মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ওয়াহেদুজ্জামান সরকার
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৩:৩৩ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রশ্ন

ইসরায়েলের দিকে অভিযোগের তীর

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ফিলিস্তিনের গাজাকে কেন্দ্র করে অস্থির হয়ে আছে পুরো বিশ্ব। গাজা পরিস্থিতিতে ইরানের নাম অবধারিতভাবে আসবে। কারণ গাজার শাসকগোষ্ঠী হামাসকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে ইরান সরকার। তা ছাড়া মাসখানেক আগেও ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও দুপক্ষই পরে তা কমিয়ে আনে। কিন্তু এর কিছুদিনের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের এ প্রেসিডেন্টের মৃত্যু স্বাভাবিকভাবে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি করছে।

প্রথমত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির সঙ্গে আরও দুটি কপ্টার ছিল, যে দুটি কপ্টার নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও তার কপ্টারটি কেন পারল না—সেটি বড় প্রশ্ন হয়ে দেখা

দিয়েছে। প্রশ্ন উঠেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পূর্ব আজারবাইজানে জলাধার উদ্বোধন করতে যাওয়া সম্ভব হলেও ফেরার সময় কেন রুট পরিবর্তন কিংবা আরও কিছু সময় কেন অপেক্ষা করা হলো না, তা নিয়ে। এ যুগে এসেও ইরানের প্রেসিডেন্ট কেন সেই মান্ধাতার আমলের বেল-২১২ হেলিকপ্টার ব্যবহার করছেন, সেটাও বেশ বিস্ময়কর। প্রশ্ন উঠেছে, তার জন্য কি কোনো উন্নতমানের হেলিকপ্টার ছিল না। এ ধরনের কপ্টার নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সফর করা কতটা যৌক্তিক, তা নিয়েও আলোচনা চলছে। এটি কি নিছক দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র—সে প্রশ্ন করতে শুরু করেছে খোদ ইরান থেকে শুরু করে বিশ্বের সব প্রান্তের মানুষ। ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি সন্দেহ করছেন। দামেস্কে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা ও পরবর্তী সময়ে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তত্ত্বটি অনেকের মনোযোগ কেড়েছে। ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের কারণে স্বাভাবিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশটির ওপর সন্দেহ বাড়ছে। ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরাগোপ্তা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক পরিচিতি আছে। যদিও ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি। তবে বিশেষজ্ঞরা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যার ঘটনা সরাসরি যুদ্ধের সূত্রপাত ঘটাবে। এমনকি ইরানের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিক্রিয়া আসবে। যদিও ঐতিহ্য বিবেচনায় ইসরায়েলের কৌশলগত অবস্থান উচ্চপর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতেই রয়েছে। ইকোনমিস্ট বলছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে। ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো এতদূর অগ্রসর হয়নি। এর অর্থ হবে দ্ব্যর্থহীন যুদ্ধ, যা ইরানের তীব্র প্রতিক্রিয়া উসকে দেবে। ইরানে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা এমন একসময় ঘটেছে, যখন আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো অনেক বিষয় রয়েছে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনজুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মধ্যে আঞ্চলিক এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এক প্রান্তে পৌঁছেছে। ইরানের নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তা এসব গোষ্ঠীকে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১০

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১১

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১২

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৩

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৪

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৬

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৭

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৮

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৯

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

২০
X