কালবেলা প্রতিবেদক, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
ভেঙে ফেলা হচ্ছে মার্কেট

দেবোত্তর সম্পত্তির ওপর রাস্তা করছেন এমপি জিয়া

গোমস্তাপুরের শ্যামরায় দেব বিগ্রহ রহনপুর দেবোত্তর স্টেটের মার্কেটের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ছবি : কালবেলা
গোমস্তাপুরের শ্যামরায় দেব বিগ্রহ রহনপুর দেবোত্তর স্টেটের মার্কেটের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর স্টেটের মার্কেট ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। গোমস্তাপুর উপজেলার শ্রীশ্রী শ্যামরায় দেব বিগ্রহ রহনপুর দেবোত্তর স্টেটের কর্ণধার ক্ষিতীশ চন্দ্র আচারী মহন্ত মহারাজ এ অভিযোগ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজনও। তারা দেবোত্তর সম্পত্তি সুরক্ষিত রেখে বিকল্প পথে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

ধর্মীয় নেতারা বলছেন, দেবোত্তর সম্পত্তি জোর করে ভেঙে রাস্তা নির্মাণ করা আইনত অপরাধ। তাই সরকারের উচিত এ ধরনের অপকর্মে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

জানা গেছে, পুনর্ভবা নদীর পাড়ে গড়ে ওঠা রহনপুর দেশের একটি প্রাচীন জনপদ। এখানকার শ্রীশ্রী শ্যামরায় দেব বিগ্রহ রহনপুর দেবোত্তর স্টেটও একটি প্রাচীন হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। এখানে রয়েছেন এশিয়ার একমাত্র বাঙালি মহন্ত মহারাজ। বর্তমানে এ দেবোত্তর স্টেটের কর্ণধার ক্ষিতীশ চন্দ্র আচারী মহন্ত মহারাজ।

জানা গেছে, এলাকার মানুষের চলাচলের জন্য এক সময় ১২ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের জায়গা দেন তৎকালীন মহন্ত হরিকিরণ আচার্য মহারাজ। পরবর্তী সময়ে নদীপথের ব্যবহার কমে রাস্তার ব্যবহার বেড়ে যায়। বর্তমানে এ রাস্তা দিয়ে প্রতিদিন চলছে শত শত মানুষ ও বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। রহনপুর বাজারে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও সম্প্রসারণে জনপ্রতিনিধিদের তদবিরে সড়ক ও জনপথ বিভাগ ২৪ ফুট সম্প্রসারণের উদ্যোগ নেয় এবং নির্মাণকাজ শুরু করে।

অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জিয়া ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান প্রভাব খাটিয়ে দেবোত্তর স্টেটের মহন্তকে কোনোরকম নোটিশ না দিয়ে, গভীর রাতে তাদের লোকজন দিয়ে স্টেটের ২৫ থেকে ৩০টি মার্কেট ঘরের সামনের অংশ ভেঙে রাস্তা সম্প্রসারণের জায়গা ফাঁকা করে দেন। এরপর আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই অবৈধভাবে মার্কেট ভেঙে ফাঁকা করা জমির ওপর দিয়ে রাস্তার নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

সরেজমিন দেখা যায়, রহনপুর পৌরসভার মুক্তাশা সিনেমা হলের সামনে রাস্তার দুপাশের মার্কেট ঘরের সামনের অংশ ভাঙা। নির্মাণে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ভাঙা মার্কেট ঘরে বেচাকেনা ও ব্যবসায়ী কাজকর্মে স্টেটের দোকান ভাড়াটিয়ারা পড়েছেন ক্ষতির মুখে। দীর্ঘদিন ধরে তারা এ জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন।

মহন্ত স্টেটের মার্কেটের সামনের অংশ ভেঙে দেওয়ায়, লাকি মেশিনারিজের মো আরিফুল ইসলাম, প্রীতি স্টোরের সঞ্জয় সাহা, ভাই ভাই স্টিলের মুকুল ইসলাম ও লোকনাথ ফার্মেসির রনিসহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত দোকানদার বলেন, রাতের আঁধারে অবৈধভাবে তাদের দোকানঘর ভেঙেছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে মহন্ত স্টেটের মার্কেট ভাড়া নিয়ে ব্যবসা করছেন তারা। দোকানঘরের সামনের অংশ এভাবে ভেঙে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত ও হতাশ হয়েছেন। তারা দোকান ভাঙার ক্ষতিপূরণ ও বিচার দাবি করেন।

দেবোত্তর স্টেটের কর্ণধার শ্রী ক্ষিতীশ চন্দ্র আচারী মহন্ত মহারাজ অভিযোগ করেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জিয়া ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান যোগসাজশে ক্ষমতার দাপট দেখিয়ে বিনা নোটিশে, কোনো ক্ষতিপূরণ না দিয়ে গভীর রাতে তাদের লোকজন দিয়ে স্টেটের ২৫ থেকে ৩০টি মার্কেট ঘরের সামনের অংশ ভেঙে দিয়েছেন। অবৈধভাবে মার্কেট ভেঙে সড়ক ও জনপথ বিভাগকে দিয়ে রাস্তা সম্প্রসারণ ও নির্মাণকাজ শুরু করে। সড়ক নির্মাণকাজ বাধা দিলে আমাকে নানা ভয়ভীতি দেখায় ও জীবননাশের হুমকি দেয়। আমি এর উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।’

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত কালবেলাকে বলেন, ‘দেবোত্তর সম্পত্তি জোর করে ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করা আইনত অপরাধ। স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি করেছে, যা সারা দেশের সংখ্যালঘুদের জন্য ভালো কোনো বার্তা নয়।’

তিনি বলেন, ‘সরকারের উচিত হবে দ্রুত এ ধরনের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ কালবেলাকে জানান, সাম্প্রতিক আইনে শুধু রাস্তার জন্য দেবোত্তর সম্পত্তি অধিগ্রহণের সুযোগ রয়েছে। সেজন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু জোর করে বা বিনা নোটিশে এ ধরনের সম্পত্তি নেওয়া পুরোপুরি বেআইনি। নিয়ম না মেনে জোর করে কেউ এমন কাজ করলে তা অপরাধের পর্যায়ে পড়ে।

মার্কেটের ঘর ভেঙে রাস্তা নির্মাণের বিষয়ে পৌরসভার মেয়র মতিউর রহমান খান কালবেলাকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। এখানে আগে রাস্তাটি ছিল কার্পেটিং, সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল। এ রাস্তাটুকু আরসিসি ঢালাই করার আমরা তদবির করেছিলাম। পৌর এলাকার মধ্য দিয়ে জনগুরুত্বপূর্ণ এ রাস্তা নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। রাস্তা সম্প্রসারণে এক-দুই ফুট ভাঙা পড়তে পারে।’

মার্কেটের দোকানদাররা নিজেরাই ঘর ভেঙেছেন বলে দাবি মেয়রের।

এ বিষয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়া কালবেলাকে বলেন, ‘অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই তা সত্য হবে—বিষয়টি এমন নয়।’

তিনি বলেন, ‘রাস্তার জন্য স্যাক্রিফাইস করতে হয়। রাস্তার জায়গায় রাস্তা হচ্ছে, মুক্তাশা সিনেমা হলের সামনে তার কোনো জায়গায় নেই।’

এ রাস্তার নির্মাণের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক কালবেলাকে বলেন, ‘এমপি মহোদয়ের সুপারিশে রাস্তাটি সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পিএমপি প্রকল্পের আওতায়।’

তিনি বলেন, ‘পৌর এলাকার মুক্তাশা সিনেমা হলের সামনের সরু রাস্তা সম্প্রসারণের জন্য সম্প্রতি কাজ শুরু করে সড়ক বিভাগ। রাস্তা নির্মাণে দেবোত্তর স্টেটের মার্কেটের কিছু দোকানঘরের সামনের অংশ পড়ে যায়। দেবোত্তর স্টেটের কর্ণধার আপত্তি জানালে সড়ক নির্মাণকাজ বন্ধ রেখেছি।’

প্রকল্পটি এডিপিভুক্ত না হওয়ায় ভূমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা নির্বাচন হতে দিবেন না তারা আবেগে এগুলো বলছেন : আলাল 

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১০

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১১

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১২

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১৩

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৪

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১৫

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১৬

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১৭

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৮

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৯

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

২০
X