ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

আলোচনায় সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ার

ব্যাপক সমালোচনা
আলোচনায় সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ার

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন দিন খুব কমই এসেছে সাকিব আল হাসানের। বোলিংয়ে এক ওভার করেছিলেন উইকেটশূন্য; ব্যাটিংয়ে মাত্র ৩ রান করে নিজের উইকেট দিয়েছেন উপহার। দলের হারের পর ব্যাপক সমালোচনায় বিদ্ধ বাঁহাতি অলরাউন্ডার। যদিও পক্ষেও কথা বলেছেন অনেকে। তবে সাকিবের কঠোর সমালোচনা করে তার অবসরের দাবি জানিয়ে ভবিষ্যতে যেন দলেও না রাখা হয়—সেসব নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তবে বাংলাদেশের সাবেক স্পিনার ও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, মুখ আছে বলেই একটা মন্তব্য করে দেওয়া যায়। শেবাগের মনগড়া কথাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না তিনি।

শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাটিংয়েও দলের প্রয়োজনে রান করতে ব্যর্থ হয়েছেন। দুবারই তার শর্ট বলে দুর্বলতা ফুটে উঠেছে। তবে মাঠের ফিল্ডিং থেকে শুরু করে সতীর্থদের পরামর্শ দেওয়া—সবকিছুতেই অ্যাকটিভ ছিলেন তিনি। কিন্তু ম্যাচ হারের পর সেসব আর আলোচনায় নেই। একমাত্র আলোচনায় তার ব্যাটিং ও বোলিং। ক্রিকবাজের এক আলোচনায় শেবাগ বলেছেন, অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের, ‘গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি (সাকিব) এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন—সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’

সাকিব দলে থাকাকে বলা হয় একজন বাড়তি বোলার কিংবা ব্যাটার পাওয়া। কিন্তু নিউইয়র্কের উইকেটে নিজের সামর্থ্য দেখাতে পারেননি তিনি। এমনকি অভিজ্ঞতা দিয়েও দলের জন্য তেমন সুবিধা করতে পারেননি। শেবাগের প্রশ্ন এখানে, ‘অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। এই উইকেটে কিছু সময় তো দাও।’ একই সঙ্গে তরুণদের সুযোগ দিতে সাকিবকে যেন বাদ দেওয়া হয়, নির্বাচকদের প্রতি এমনও বার্তা দেন ভারতের এই ব্যাটার। যদিও শেবাগের এমন মন্তব্যকে গুরুত্বই দিতে চান না জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শেবাগ বলতেই পারে ওর মনগড়া কথা। শেবাগ তার কথা বলছে। ওর কথা নিয়ে যে আমাদের লাফাতে হবে, আর ও বললেই যে ওর কথা সঠিক—সেটা মনে করার কারণ নেই।’

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সাকিব হতে পারেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর। ক্যারিবীয় দ্বীপে খেলার অভিজ্ঞতা তার অনেক। একই সঙ্গে সেখানকার কন্ডিশনও সাকিবের পক্ষে কথা বলার মতো। সব বিতর্ক পেছনে ফেলে তিনি কি গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সরূপে ফিরতে পারবেন, সেটাই এখন দেখার সময়। তবে লম্বা ক্যারিয়ারে যতবারই বিতর্কিত হয়েছিলেন, ততবারই ব্যাটে-বলে জবাব দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবার আরও একবার জবাব দেওয়ার সুযোগ এসেছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই যুবককে গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল রিমান্ডে 

কেয়া হত্যা মামলা তুলতে হুমকি, তিনজনের বিরুদ্ধে আরেক মামলা

৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

স্পাউস ভিসার খপ্পরে অসংখ্য নারী, ভয়াবহ প্রতারণা 

চাকসুর ভোটগ্রহণ শেষ

মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

রাকসু নির্বাচন : নিরাপত্তার চাদরে রাবি ক্যাম্পাস

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটাবে : রিজভী

১০

বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই : আইনুল হক

১১

ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা 

১২

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

১৩

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

১৪

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

১৫

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

১৬

এবার ধানমন্ডিতে আগুন

১৭

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

১৮

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

২০
X