কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা

গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত

তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এক সৌদি গণমাধ্যম। সৌদি গণমাধ্যম আল হাদাত বিভিন্ন উৎস থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এ হামাস নেতাকে হত্যা করা হয়।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ক্ষেপণাস্ত্রটি হানিয়া যে ভবনে ছিলেন সেখানে আঘাত হানে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজও একই ধরনের খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ফারস জানিয়েছে, হানিয়া উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক আবাসিক এলাকায় ছিলেন আর সেখানে ‘আকাশ থেকে আসা একটি অস্ত্রের আঘাতে’ নিহত হয়েছেন।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি ছিটমহল গাজার সীমান্তসংলগ্ন দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা ও বহু ইসরায়েলিকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছিল। এর প্রতিক্রিয়ায় গাজায় ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল আর তারা হামাসকে নির্মূল করার প্রত্যয় জানায়। তারপর থেকে ৯ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের অবিরাম নির্বিচার হামলায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। এর মধ্যে উভয়পক্ষ গাজায় একটি যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালাচ্ছে। হানিয়া হামাসের পক্ষ থেকে এ আলোচনা তত্ত্বাবধান করছিলেন। কিন্তু আলোচনা কোনো চুক্তিতে পৌঁছানোর আগেই তাকে হত্যা করা হলো। এ হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল, যখন গাজা যুদ্ধের জেরে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টা হামলার ঘটনা আরও বড় আকারে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এক রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হয়। এ হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর শক্তিকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল।

হিজবুল্লাহর সামরিক অভিযানের প্রধান ফুয়াদ শুকুরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় আর তাতে শুকুর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল এখনো পর্যন্ত হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। তাদের সামরিক বাহিনী বলেছে, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করে না। এও জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ

বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮ কুকুর ছানা হত্যা

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

চলতি মাসে আসছে টানা ৩ দিনের ছুটি

নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী

বাংলাদেশে কারাদণ্ডের রায়ে টিউলিপের প্রতিক্রিয়া

যে ৫ লক্ষণে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

জামায়াত নেতার বাড়িতে আগুন, সব পুড়ে ছাই

প্রশাসনের ২২ কর্মকর্তার পদোন্নতি

১০

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

১১

নিঃশব্দে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? জানুন ৫ লক্ষণ

১২

মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে : চিফ প্রসিকিউটর

১৩

আমরণ অনশনে বসলেন এনসিপি নেতা জাহাঙ্গীর

১৪

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার সংবাদ প্রকাশ না করার আহ্বান

১৫

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

১৬

ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

১৭

যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ ক্রোক করল দুদক

১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

১৯

মেট্রোরেল-এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চুক্তি স্বাক্ষর

২০
X