কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রসঙ্গ সংসদ ও সংসদ সচিবালয়

হামিদ মিয়া
প্রসঙ্গ সংসদ ও সংসদ সচিবালয়

ছাত্র-জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গত ৫ আগস্ট জনগণের পুঞ্জীভূত ক্ষোভ ও রোষানলে পড়ে গণভবনের পাশাপাশি জাতীয় সংসদ ভবন, সংসদ এলাকার অফিস ও বাসাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। জাতীয় সংসদের অভ্যন্তরে সংসদ কক্ষ, কমিটি কক্ষগুলো, সব অফিস স্থাপনা, সব আসবাবপত্র, নথিপত্র, লাইব্রেরির বইপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস, লজিস্টিকস, দরজা-জানালা কোনো কিছুই রেহাই পায়নি। বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্ক, সার্ভার, পানির লাইনসহ সবকিছু সম্পূর্ণররূপে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া সংসদে কর্মরত বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী তাদের পাসপোর্ট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, চেকবই, দলিলপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডকুমেন্টস এবং অর্থসম্পদ হারিয়েছেন।

জাতীয় গৌরবের এ স্থাপনাটির সবকিছুই জনসাধারণের অর্থে প্রতিষ্ঠিত হয়েছিল। জনসাধারণের অর্থেই তা একদিন পুনঃপ্রতিষ্ঠিত হবে, এটাই বাস্তবতা। কিন্তু জাতীয় সংসদকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে অনেক সময় এবং বিপুল অর্থ দুটোই প্রয়োজন হবে নিঃসন্দেহে। আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এর কাঠামোগত সংস্কার এবং লজিস্টিকস সবকিছুই যথাসময়ে হয়তো সম্পন্ন হবে, কিন্তু যেটি বর্তমান চিন্তার বিষয় তা হলো—সংসদ সচিবালয়ের বিশাল জনবল, যা প্রায় ১ হাজার ৪০০-এর অধিক। বর্তমান পরিস্থিতিতে সংসদে তাদের দাপ্তরিক কার্যাদি সম্পাদন দূরের কথা, সেখানে বসার মতো অবস্থাও নেই। কর্মপরিবেশ প্রস্তুত না হলে কীভাবে তারা সেখানে তারা দায়িত্ব পালন করবেন? বর্তমানে সংসদের ধ্বংসস্তূপ পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর কিছুসংখ্যক লোকজন আছেন। সংসদ সচিবালয়ের অভিভাবক জাতীয় সংসদের স্পিকারের অবস্থান কোথায় তাও সুস্পষ্ট নয়। অন্যদিকে সংসদ সচিব পদেও বর্তমানে কেউ নেই। এ অবস্থায় দাপ্তরিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দিশাহীন অবস্থায় এবং অনিশ্চয়তায় রয়েছেন। রাষ্ট্রের তিনটি অর্গানের মধ্যে জাতীয় সংসদ অন্যতম। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কার্যক্রম, সংস্কার, প্রশাসনিক পরিবর্তনসহ সব কার্যক্রম চলমান রয়েছে। এ দুটি বিভাগের কর্মকাণ্ড মিডিয়াসহ দেশি-বিদেশি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, ফলে সবক্ষেত্রে এসব প্রতিষ্ঠান বিশেষভাবে ফোকাসড হচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ও এর সচিবালয় সবার দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত সময় পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, সে বিষয়টি কারও কাছে স্পষ্ট নয়। এ অবস্থায়, অন্তর্বর্তী সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্বসহকারে সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। তাদের সার্ভিস রিলেটেড কার্যাদি যেমন বেতনাদি, পেনশন, ছুটি, পদায়ন ইত্যাদি বিষয় প্রতিনিয়ত চলমান থাকে, যা নিয়মিতভাবে পরিচালিত হওয়া আবশ্যক। অদূরভবিষ্যতে নতুন জাতীয় সংসদ গঠিত হবে এবং সেটি জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিতে অনন্য এ প্রতিষ্ঠানটির সাচিবিক দায়িত্ব পালনে সংসদ সচিবালয়ের দক্ষ সাচিবিক সহায়তা প্রদান অতীব গুরুত্বপূর্ণ। সংসদীয় কার্যক্রমে দক্ষ ও অভিজ্ঞ বিশাল এ মানবসম্পদ যেন কোনোভাবেই অপচয় বা অবহেলায় ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বর্তমান সরকার যথাযথ দৃষ্টি রাখবেন; এটা সবার প্রত্যাশা।

আমাদের গৌরবের স্থাপনা জাতীয় সংসদ বাংলাদেশের একটি আইকনিক প্রতিষ্ঠান। স্থাপত্যকলার অনন্য নিদর্শন হিসেবে লুই আই কানের অনন্য স্থাপত্যকর্মটি পরিদর্শনে প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটক ভিজিট করতেন। আমরা আশা করি, বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান করুণ অবস্থার দ্রুতই উন্নয়ন ঘটবে। বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপে জাতীয় সংসদ নবজাগরণের বার্তা নিয়ে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে, কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে—সেদিনের প্রতীক্ষায় আমরা সবাই।

লেখক: গবেষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণ অধিকার পরিষদ নেতা

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১০

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১১

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১২

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১৩

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৪

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৫

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৬

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৭

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৮

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৯

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

২০
X