শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ঘুরে দাঁড়াক অর্থনীতি

ঘুরে দাঁড়াক অর্থনীতি

গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার করতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য এ মুহূর্তে এটি অত্যন্ত ইতিবাচক দিক। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে বিশ্বের নানা সংস্থা ও দেশ বাংলাদেশের পাশে আন্তরিকভাবে দাঁড়ানোর বিষয়টি যে এ সরকারের প্রধান ড. ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও সমীহের কারণেই সম্ভব হচ্ছে, এটি কারও অজানা নয়।

শনিবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, বিগত আওয়ামী সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে, সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ (ইউএসএআইডি) বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে আশ্বাস দিয়েছে সহায়তার। এ ছাড়া চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্লান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানিসহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে।

এসব ঋণ পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। তার মধ্যে আর্থিক খাত, জ্বালানি খাত, রাজস্ব খাত, ব্যাংকিং নীতিমালাসহ বেশকিছু জরুরি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, বিগত সরকারের আমলে আর্থিক দুর্গতি থেকে নিস্তার পেতে আইএমএফের ঋণ সহায়তার ক্ষেত্রে যেসব কঠিন শর্ত ছিল, ড. ইউনূসের বেলায় সর্বোচ্চ উদারনীতি দেখাচ্ছে তারা। বিশ্লেষকরা এই দৃষ্টিভঙ্গিকে বিশ্বব্যাপী সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিত্বের কারিশমাকেই ক্রেডিট দিচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন, এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থামানো সম্ভব হবে এবং ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত। গত কয়েকদিন ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। এ সময় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের আর্থিক খাতের দুরবস্থা বিবেচনায় প্রতিটি বৈঠকেই উঠে এসেছে আর্থিক সহায়তার বিষয়টি। এর আগেও ড. ইউনূস বিভিন্ন সময়ে জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যুক্ত হন। তবে এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিতে জাতিসংঘে গেছেন তিনি। এজন্য বিশ্বনেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস। অবশ্য গতকাল শনিবার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন তিনি।

আমরা মনে করি, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিকভাবে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থের জোগানের বিকল্প নেই। কেননা দেশের প্রায় ৪৮ বিলিয়নের রিজার্ভ এসে ঠেকেছে ২০ বিলিয়নের কাছাকাছি। ফলে ডলার পতন ঠেকাতে হবে। ব্যাংক খাতে দ্রুত আনতে হবে স্থিতিশীলতা। আর এসব করতে হলে এই মুহূর্তে আন্তর্জাতিক আর্থিক সহায়তা বিরাট ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এরই মধ্যে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির ওপর কড়াকড়িসহ বেশকিছু নীতি রিজার্ভ পতন থেকে রক্ষা করছে। আমাদের প্রত্যাশা, এসব আন্তর্জাতিক সহায়তা ঠিকঠাক বাংলাদেশ পাবে এবং দেশ হিসেবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটিকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X