কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ঘুরে দাঁড়াক অর্থনীতি

ঘুরে দাঁড়াক অর্থনীতি

গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার করতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য এ মুহূর্তে এটি অত্যন্ত ইতিবাচক দিক। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে বিশ্বের নানা সংস্থা ও দেশ বাংলাদেশের পাশে আন্তরিকভাবে দাঁড়ানোর বিষয়টি যে এ সরকারের প্রধান ড. ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও সমীহের কারণেই সম্ভব হচ্ছে, এটি কারও অজানা নয়।

শনিবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, বিগত আওয়ামী সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে, সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ (ইউএসএআইডি) বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে আশ্বাস দিয়েছে সহায়তার। এ ছাড়া চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্লান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানিসহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে।

এসব ঋণ পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। তার মধ্যে আর্থিক খাত, জ্বালানি খাত, রাজস্ব খাত, ব্যাংকিং নীতিমালাসহ বেশকিছু জরুরি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, বিগত সরকারের আমলে আর্থিক দুর্গতি থেকে নিস্তার পেতে আইএমএফের ঋণ সহায়তার ক্ষেত্রে যেসব কঠিন শর্ত ছিল, ড. ইউনূসের বেলায় সর্বোচ্চ উদারনীতি দেখাচ্ছে তারা। বিশ্লেষকরা এই দৃষ্টিভঙ্গিকে বিশ্বব্যাপী সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিত্বের কারিশমাকেই ক্রেডিট দিচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন, এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থামানো সম্ভব হবে এবং ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত। গত কয়েকদিন ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। এ সময় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের আর্থিক খাতের দুরবস্থা বিবেচনায় প্রতিটি বৈঠকেই উঠে এসেছে আর্থিক সহায়তার বিষয়টি। এর আগেও ড. ইউনূস বিভিন্ন সময়ে জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যুক্ত হন। তবে এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিতে জাতিসংঘে গেছেন তিনি। এজন্য বিশ্বনেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস। অবশ্য গতকাল শনিবার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন তিনি।

আমরা মনে করি, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিকভাবে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থের জোগানের বিকল্প নেই। কেননা দেশের প্রায় ৪৮ বিলিয়নের রিজার্ভ এসে ঠেকেছে ২০ বিলিয়নের কাছাকাছি। ফলে ডলার পতন ঠেকাতে হবে। ব্যাংক খাতে দ্রুত আনতে হবে স্থিতিশীলতা। আর এসব করতে হলে এই মুহূর্তে আন্তর্জাতিক আর্থিক সহায়তা বিরাট ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এরই মধ্যে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির ওপর কড়াকড়িসহ বেশকিছু নীতি রিজার্ভ পতন থেকে রক্ষা করছে। আমাদের প্রত্যাশা, এসব আন্তর্জাতিক সহায়তা ঠিকঠাক বাংলাদেশ পাবে এবং দেশ হিসেবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটিকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১০

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১১

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১২

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৩

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৪

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৫

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৬

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৭

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৮

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৯

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

২০
X