কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

স্বপ্ন পোড়ে শিশুশ্রমে

মোছা. রিয়া আক্তার
স্বপ্ন পোড়ে শিশুশ্রমে

ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। প্রতিটি শিশুর হৃদয়ে লুকিয়ে থাকে তার পিতার শক্তি, আদর্শ ও প্রভাব। আর এ শক্তি ও আদর্শ অঙ্কুরেই বিনষ্ট হয় শিশুশ্রমে। শিশুকালে তাদের রঙিন স্বপ্ন বোনার কথা। স্বপ্নে আকাশে উড়ে বেড়ানো পাইলট হওয়ার কথা, সেই শিশুর স্বপ্নগুলো ধ্বংস হয় ইটভাটার আগুনে।

একমুঠো ভাতের জন্য দিনের পর দিন সকাল-সন্ধ্যা শিশুরা ইটভাটায় পড়ে থাকে। একবেলা খেতে পারবে সেই আশায়। কখনোবা তাদের শিকার হতে হয় কারখানার মালিকদের অমানবিক নির্যাতনের। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোতে শিশুশ্রমিকের সংখ্যা কম নয়। রাজধানী ঢাকায় শিশুশ্রমের করুণ অবস্থা সবারই জানা। দেশের অন্যান্য স্থানেও আশঙ্কাজনক হারে এ চিত্র বাড়ছে।

বাংলাদেশের আইন অনুসারে ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজ করতে দেওয়া যাবে না। কিন্তু আইন থাকলেও আইনের প্রয়োগ নেই। বাসাবাড়িতে কাজ করে নিজেকে বাঁচানোর জন্য দুমুঠো ভাতের জন্য গৃহকর্তা-গৃহকত্রীর পাশবিক নির্যাতনের শিকার হয় মা-পিতৃহারা শিশুরা।

মূল্যবান জীবন ইটপোড়া কারখানা থেকে শুরু করে পাথরভাঙা, বাসাবাড়িতে কাজ করা, বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টসহ গাড়ির গ্যারেজ, দোকানে কাজ করে শিশুরা। বাংলাদেশের সংবিধানের ২৮ ধারায় শিশুদের সুবিধাপ্রাপ্তি বিশেষসংক্রান্ত আইন রয়েছে, যা শ্রম আইন ২০০৬ নামে পরিচিত। এতে কাজে যোগদানের কমপক্ষে বয়স ১৪ বছর আর ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ১৮ বছর; কিন্তু দেখা যাচ্ছে, ১৪ বছর হওয়ার আগেই শিশুদের বিভিন্ন কাজে যুক্ত থাকার চিত্র অহরহ। শিশুশ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম সংশোধন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কেউ যদি শিশুশ্রমিক নিয়োগ দেয় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

শিশুশ্রম অধিকার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিশুশ্রম দমন আইন বাস্তবায়ন আবশ্যক।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একটি সুস্থ সুন্দর রাষ্ট্র ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আজকের শিশুরা। পবিত্র কোরআনে শিশুদের দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোরআনে আল্লাহর বিধানগত নীতি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করেন না। শিশুদের যে সময়ে রঙিন স্বপ্ন বোনার কথা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলড্রেস পরে, পায়ে জুতা পরে স্কুলে যাওয়ার কথা, সেই সময়টায় যেন তাদের অমানবিকভাবে শ্রমে যুক্ত হতে না হয়—এমন সুন্দর সমাজে সুন্দর ও সুস্থ জীবন হোক শিশুদের—এই প্রত্যাশা।

মোছা. রিয়া আক্তার

আইন ও ভূমি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের শর্টটাইম মেমোরি লস, কী বলছেন ঢামেক পরিচালক

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে ডিসিকে কার্যালয়ে প্রবেশে বাধা

ইসরায়েলে হামলায় নিহত ৫, আহত ২২

বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপিতে পদ দেওয়ার ৬ মাস পর অব্যাহতি

টানা বজ্রবৃষ্টি আভাস, ঝরতে পারে যেসব এলাকায়

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান ফারুকের

পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে : ছাত্রদল

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলল ইরান

অফিসে না এসেও বেতন, কর্মকর্তা বললেন ‘সব কিছু সিরিয়াসলি নিতে হয় না’

১০

বাবাকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন নাসুমের বোন

১১

রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

১২

র‍্যাবের থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন শাওন, অতঃপর...

১৩

৩৩০ পদে নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

১৪

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদে নারীরা, খুইয়েছেন লাখ লাখ টাকা

১৬

জাকসু স্থগিত নয়, অমর্ত্যের প্রার্থিতা নিয়ে রিট

১৭

নিজ বাসায় বিপদে অভিনেত্রী

১৮

ডাকসু নির্বাচনের দিন কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

১৯

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল খালে

২০
X