নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ

খালের ওপর নির্মাণ করা দোকান। ছবি : কালবেলা
খালের ওপর নির্মাণ করা দোকান। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে ইউপি সদস্যের নেতৃত্বে উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আন্দাকুল গ্রামে একটি বাণিজ্যিক খালের মোহনা ও পর্যটনকেন্দ্রের খাল দখল করে দুটি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত সবুজ মজুমদার উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন দক্ষিণাঞ্চলের বাংলার আপেলখ্যাত পেয়ারা এবং বরিশালের বিখ্যাত আমড়ার রাজ্য হিসেবে পরিচিত। এ কারণে ওই ইউনিয়নটি একটি অঘোষিত পর্যটন এলাকা হিসেবে পরিচিত। গ্রামের ভেতর থেকে বয়ে যাওয়া প্রধান খালের সঙ্গে সংযুক্ত ওইসব খাল। খাল দিয়ে চাষিরা নৌকা করে পেয়ারা বেচাকেনা করেন এবং দেশি-বিদেশি পর্যটকরা ট্রলার ও নৌকায় এই খালটি ব্যবহার করে থাকেন।

এমনকি যাতায়াতের জন্য নৌকা ও ট্রলারে করে খালটি ব্যবহার করে জিন্দাকাঠি, আন্দাকুল গ্রামসহ দশটি গ্রামের মানুষ। পেয়ারা ও আমড়া মৌসুমে ওই খাল দিয়ে নৌকা এবং পর্যটকদের ট্রলার চলাচল করে। খালের দুই পাশ দিয়ে দখল করে দোকানঘর নির্মাণে অস্তিত্ব হারানোর মুখে ওই খাল ও পর্যটনকেন্দ্রটি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার বলছেন, তার জমিতে সরকার খাল কেটেছে। তাই খাল সরকারি হলেও জমি আমার। এখন জায়গাটি দরকার হচ্ছে বলে দুজন গরিব মানুষকে ওই দোকানঘর তুলতে দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, আন্দাকুল ও জিন্দাকাঠি গ্রামের সংযোগকৃত ওই খাল আমাদের অতি দরকারি। খাল দিয়ে পেয়ারা ও আমড়া মৌসুমে শত শত নৌকা এবং ব্যবসায়ী ও পর্যটকদের ট্রলার চলাচল করে। এভাবে খালের মুখ আটকে দখল করলে খালটি শিগগির অস্তিত্ব হারাবে। ভোগান্তিতে পড়বে হাজার হাজার মানুষ। তারা বলেন, ইউপি সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার ক্ষমতাবলে তার নেতৃত্বে ওই দোকানঘর নির্মাণ করছেন।

সরেজমিন বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দেখা গেছে, খালের একপাশে একটি দোকানঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য একপাশ দিয়ে নতুন আরও একটি দোকানঘর তৈরি হচ্ছে। স্থানীয় সমরেশ মজুমদার ও শ্যামল মজুমদার নামে দুজন লোক ওই দোকানঘর তুলছেন।

এ বিষয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. খালেদ হোসেন কালবেলাকে জানান, বিষয়টি আমি জানি না। অভিযোগের সত্যতা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাপ’র প্রতিষ্ঠাবার্ষিকী : মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের সম্মানে আনুষ্ঠানিকতা বাতিল

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

কুমিল্লায় ‘২৩ মামলার আসামি’ আল-মামুনকে কুপিয়ে হত্যা

২৬ জুলাই / তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি

নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

স্বাস্থ্য পরামর্শ / নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ‘সি’যুক্ত খাবার

টেস্ট ইতিহাসে অনন্য এক উচ্চতায় জো রুট

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান

একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু

১০

চমেক হাসপাতালে ডে-কেয়ার সার্জারি, ‘সকালে অপারেশন, বিকেলে ছুটি’

১১

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

১২

মাইলস্টোন সেই শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

১৩

বাংলাদেশে জাতিসংঘের মিশন কার্যালয় চাই না : রফিকুল ইসলাম মাদানী

১৪

দাদার কবরের পাশে শায়িত হলো শিশু আয়মান

১৫

রাবির শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা, দিতে হচ্ছে লিখিত পরীক্ষা 

১৬

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

১৭

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের কাছে জামায়াতের দাবি

১৮

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০
X