কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:৪১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুখোমুখি সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া, সামরিক শক্তি কার কেমন

থাই সীমান্তে কম্বোডিয়ার রকেট লঞ্চার। ছবি : সংগৃহীত
থাই সীমান্তে কম্বোডিয়ার রকেট লঞ্চার। ছবি : সংগৃহীত

মুখোমুখি সংঘাতে জড়িয়েছে থাই এবং কম্বোডিয়ান সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দুই দেশের বাহিনী ভারী অস্ত্র ব্যবহার শুরু করে। এতে ব্যাপক প্রাণহানির খবর আসছে। সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে বাসিন্দারা।

রয়টার্স কর্তৃক উদ্ধৃত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, দুই দেশই দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে সংখ্যা, লজিস্টিক ও সেনা সংখ্যায় থাইল্যান্ডের ধারেকাছেও নেই কম্বোডিয়া। দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা এক নজরে দেখে নেওয়া যাক—

বাজেট এবং স্থল বাহিনী

থাইল্যান্ডের একটি বিশাল সামরিক বাহিনী রয়েছে। যার মধ্যে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে।

তাদের সামরিক বাহিনীও সু-তহবিলযুক্ত। গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল ৫.৭ বিলিয়ন ডলার।

দেশটির কাছে প্রায় ৪০০ যুদ্ধ ট্যাঙ্ক, ১,২০০টিরও বেশি কর্মী বাহক সাঁজোয়া যান এবং প্রায় ২,৬০০ কামান রয়েছে।

থাই সেনাবাহিনীর নিজস্ব বিমান বহরও রয়েছে। যার মধ্যে রয়েছে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বিমান।

অন্যদিকে গত বছর ২০২৪ সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল ১.৩ বিলিয়ন ডলার।

তাদের কমপক্ষে ১ লাখ ২৪ হাজার ৩০০ সক্রিয় সামরিক কর্মী রয়েছে।

দেশটির প্রাক্তন কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে ১৯৯৩ সালে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল।

বাহিনীগুলোর মধ্যে কম্বোডিয়ান সেনাবাহিনী সবচেয়ে বড় বাহিনী। তাদের সেনা সংখ্যা প্রায় ৭৫ হাজার।

আর্টিলারি বহরে আছে ২০০টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় ৪৮০টি কামান।

বিমানবাহিনী

থাইল্যান্ডকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমানবাহিনী হিসেবে দেখা হয়। বাহিনীতে আনুমানিক ৪৬ হাজার যোদ্ধা রয়েছে।

থাই বিমানবাহিনীর কাছে ২৮টি এফ-১৬ এবং ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানসহ ১১২টি যুদ্ধ সক্ষম বিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে।

অন্যদিকে কম্বোডিয়ার বিমানবাহিনীতে মাত্র ১ হাজার ৫০০ কর্মী রয়েছে। বিমানের বহর তুলনামূলকভাবে অনেক ছোট। যার মধ্যে ১০টি পরিবহন বিমান এবং ১০টি পরিবহন হেলিকপ্টার রয়েছে।

তাদের কোনো যুদ্ধবিমান নেই। তবে ১৬টি মাল্টি-টাস্ক হেলিকপ্টার রয়েছে। যার মধ্যে রয়েছে ছয়টি সোভিয়েত যুগের এমআই-১৭ এবং ১০টি চীনা জেড-৯।

নৌবাহিনী

থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় ৭০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে রয়েছে নৌ বিমান, মেরিন, উপকূলীয় প্রতিরক্ষা এবং কনস্ক্রিপ্ট।

এর বহরে একটি বিমানবাহী রণতরী, সাতটি ফ্রিগেট এবং ৬৮টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে। এতে কয়েকটি উভচর ও অবতরণকারী জাহাজ রয়েছে। যার প্রতিটি শত শত সৈন্য বহন করতে সক্ষম এবং ১৪টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে।

থাইল্যান্ডের নৌ বিমান বিভাগের নিজস্ব বিমান বহর রয়েছে। যার মধ্যে হেলিকপ্টার এবং ইউএভি রয়েছে। এ ছাড়া একটি মেরিন কর্পস ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বিশেষভাবে প্রশিক্ষিত। ইউনিটটির সদস্য ২৩ হাজার। যাদের সমর্থনে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে।

কম্বোডিয়ার নৌবাহিনীতে আনুমানিক ২,৮০০ জন কর্মী রয়েছে। এর মধ্যে ১,৫০০ নৌ পদাতিক, ১৩টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উভচর ল্যান্ডিং ক্রাফট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

কুমিল্লায় ‘২৩ মামলার আসামি’ আল-মামুনকে কুপিয়ে হত্যা

২৬ জুলাই / তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি

নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

স্বাস্থ্য পরামর্শ / নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ‘সি’যুক্ত খাবার

টেস্ট ইতিহাসে অনন্য এক উচ্চতায় জো রুট

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান

একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু

চমেক হাসপাতালে ডে-কেয়ার সার্জারি, ‘সকালে অপারেশন, বিকেলে ছুটি’

১০

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

১১

মাইলস্টোন সেই শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

১২

বাংলাদেশে জাতিসংঘের মিশন কার্যালয় চাই না : রফিকুল ইসলাম মাদানী

১৩

দাদার কবরের পাশে শায়িত হলো শিশু আয়মান

১৪

রাবির শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা, দিতে হচ্ছে লিখিত পরীক্ষা 

১৫

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

১৬

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের কাছে জামায়াতের দাবি

১৭

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

যুবদল নেতা জুয়েলের জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ

২০
X