সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
মোহাম্মদ আব্দুর রহমান
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজি: নতুন সরকারের পুরোনো চ্যালেঞ্জ

চাঁদাবাজি: নতুন সরকারের পুরোনো চ্যালেঞ্জ

চলতি বছর বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়। জনগণের দুর্বার আন্দোলনের ফলে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হয়, যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক বিশাল অর্জন হিসেবে বিবেচিত। এই গণঅভ্যুত্থানকে দেশব্যাপী উৎসাহ এবং আশার বাতিঘর হিসেবে দেখা হয়। কিন্তু দুঃখজনকভাবে যে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, তা এখনো দেশকে তার কালো ছায়ায় ঢেকে রেখেছে। চাঁদাবাজি বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে এক দীর্ঘস্থায়ী সমস্যা। স্বাধীনতার পর থেকেই এ সমস্যা বেড়ে চলেছে। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং স্থানীয় গুন্ডারা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে আসছে। এই চাঁদাবাজির ফলে ব্যবসায়ী ও সাধারণ জনগণের জীবনযাত্রা ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে।

গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, নতুন সরকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। একটি স্বচ্ছ ও সুশাসিত বাংলাদেশ গড়ে ওঠার দিকে ধাবিত হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। চাঁদাবাজির চক্র এখনো সক্রিয়। নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় হচ্ছে। এটি শুধু ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি করে না, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত করে। চাঁদাবাজির মূল কারণগুলোর মধ্যে একটি হলো দুর্বল আইন প্রয়োগ এবং বিচার বিভাগের অকার্যকরতা। দেশে চাঁদাবাজির বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় বিশাল ফাঁকফোকর। অনেক সময় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হলেও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করতে সক্ষম হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছু অসাধু কর্মকর্তা চাঁদাবাজদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, যা এ সমস্যা আরও জটিল করে তোলে—এমন অভিযোগ কম নেই।

চাঁদাবাজির আরেকটি বড় কারণ হলো অর্থনৈতিক বৈষম্য। দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তারা জীবিকার তাগিদে প্রায়ই চাঁদাবাজদের শিকার হয়। অনেক সময় তারা বাধ্য হয়ে তাদের কষ্টার্জিত অর্থ দিতে বাধ্য হয়, যাতে তাদের ব্যবসা বা কাজ চালিয়ে যেতে পারে। এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে চাঁদাবাজি রোধ করা প্রায় অসম্ভব। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন প্রতিষ্ঠার। নতুন সরকারকে অবশ্যই চাঁদাবাজি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জবাবদিহিমূলক ও সৎ হতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কড়া আইন প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণেরও ভূমিকা রয়েছে চাঁদাবাজি প্রতিরোধে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং চাঁদাবাজির বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়াতে হবে। গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে চাঁদাবাজির ঘটনা জনসমক্ষে আসে এবং অপরাধীদের মুখোশ খুলে যায়। সব মিলিয়ে চাঁদাবাজি একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যা এক দিনে সমাধান সম্ভব নয়। কিন্তু সঠিক পদক্ষেপ এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি প্রতিরোধ সম্ভব। গণঅভ্যুত্থানের যে আশা ও উদ্দীপনা জাতির মধ্যে জাগ্রত হয়েছিল, তা কাজে লাগিয়ে একটি চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের দায়িত্ব এ কালো ছায়া থেকে দেশকে মুক্ত করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া।

মোহাম্মদ আব্দুর রহমান

শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১০

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১১

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১২

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৩

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৪

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৫

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৬

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৭

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৮

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

২০
X