কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

ডিজিটাল অন্ধকার থেকে শিশুমন আলোয় আসুক

ডিজিটাল অন্ধকার থেকে শিশুমন আলোয় আসুক

সম্প্রতি ১১ বছরের সুবার করুণ গল্প সমাজের প্রতিটি স্তরকে নাড়া দিয়েছে। মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় আসা এ কিশোরী টিকটকে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে নওগাঁয় পালিয়ে যায়। পুলিশের উদ্ধার অভিযান, ভিডিও বার্তা এবং পরিবারের হাহাকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—অপরিণত বয়সে ডিজিটাল ডিভাইসের অসচেতন ব্যবহার শিশুদের কীভাবে বিপদের গহ্বরে ঠেলে দিচ্ছে। সুবার ঘটনা কোনো বিচ্ছিন্ন ট্র্যাজেডি নয়; এটি ডিজিটাল যুগের অভিভাবকত্বের জটিলতা এবং সমাজের সম্মিলিত ব্যর্থতার একটি প্রতিচ্ছবি।

সুবাদের ঘটনায় স্পষ্ট হয়েছে, সামাজিকমাধ্যমের অদৃশ্য থাবা শিশুদের মানসিকতাকে কীভাবে বিকৃত করে। টিকটকের মতো প্ল্যাটফর্মে অপরিচিতদের সঙ্গে সহজ সংযোগ, রোমান্টিক সম্পর্কের ভুল ধারণা এবং গোপনীয়তা রক্ষায় ব্যর্থতা বিপদকে আমন্ত্রণ জানায়। পুলিশের তথ্যমতে, সুবা টিকটকের মাধ্যমেই মোমিন নামের এক যুবকের সংস্পর্শে আসে এবং ঘর ছাড়ে। এখানে প্রশ্ন জাগে—শিশুর হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে অভিভাবকরা কি ডিজিটাল জগতের নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন?

এ সংকট মোকাবিলায় প্রথম পদক্ষেপ হতে পারে প্রযুক্তির সঠিক ব্যবহার। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে সামাজিকমাধ্যম, সার্চ হিস্ট্রি এবং অ্যাপ ডাউনলোড নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি, দিনে এক-দুই ঘণ্টার বেশি স্ক্রিন টাইম না দেওয়া এবং রাতের বেলা ডিভাইস ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জরুরি। তবে শুধু নিষেধই যথেষ্ট নয়। শিশুর সঙ্গে খোলামেলা আলোচনা করে ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব বোঝানো দরকার। যেমন—‘অনলাইনে কেউ অপরিচিত হয়ে গোপনে কথা বলতে চাইলে কী করবে?’ এমন প্রশ্নের উত্তর যেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পারে।

ডিজিটাল ডিভাইসের নেতিবাচক প্রভাব কমাতে ইতিবাচক বিকল্প গড়ে তুলতে হবে। চলমান অমর একুশে বইমেলা এমনই একটি সুযোগ। শিশু-কিশোরদের জন্য রচিত সাহিত্য, বিজ্ঞানবাক্স বা গল্পের বই উপহার দিয়ে তাদের জগৎকে সমৃদ্ধ করুন। প্রতিদিনের পাঠ্যবইয়ের বাইরেও বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেঁপু যেমন প্রকৃতির সঙ্গে জীবনের মিলকে ফুটে তুলবে শিশুদের ভাবনার জগতে তেমনি চাঁদের পাহাড় কল্পনার জগতে রং ছড়িয়ে করবে সমৃদ্ধ।

শুধু বই নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডও শিশুদের বাস্তব জগতের সঙ্গে যুক্ত রাখে। নাচ, গান, আবৃত্তি বা নাটকের কর্মশালায় অংশ নিয়ে তারা সৃজনশীলতার স্বাদ পায়। স্থানীয় সংস্কৃতি সংগঠন অথবা স্কুলের ক্লাবে এমন কর্মসূচি সহজলভ্য। এসব কর্মকাণ্ডে শিশুদের সময় দেওয়া মানে তাদের মনোযোগ ডিজিটাল স্ক্রিন থেকে সরিয়ে প্রকৃত সৌন্দর্যের দিকে ঘুরিয়ে দেওয়া।

বই পড়া, আবৃত্তি, নৃত্য, সংগীত বা বিতর্কের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে মোবাইল আসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। এসব কার্যক্রম তাদের মস্তিষ্ককে সৃজনশীলভাবে ব্যস্ত রাখে এবং ডিজিটাল স্ক্রিনের প্রতি আকর্ষণ কমায়। যখন তারা এমন কর্মকাণ্ডে যুক্ত থাকে, তখন তাদের চিন্তাচেতনা অনলাইনের বিভ্রান্তি থেকে মুক্ত থাকে এবং তারা বাস্তব জগতে সম্পৃক্ত হয়।

শুধু বই পড়ার অভ্যাস কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই শিশু-কিশোরদের এ বিপর্যয় রোধ করা সম্ভব নয়। এজন্য পারিবারিক বন্ধন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুবাদের পরিবার যখন মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত, তখন তার মানসিক সঙ্গী হয়ে ওঠে একটি মোবাইল স্ক্রিন। এই ফাঁকা সময়গুলো পূরণ করতে পারত বই বা পারিবারিক আড্ডা। সন্তানের মানসিক চাহিদা বোঝা এবং তা পূরণ করা অভিভাবকদের দায়িত্ব। সপ্তাহে অন্তত একদিন সমবয়সীদের সঙ্গে খেলাধুলা বা পারিবারিক আউটিংয়ের ব্যবস্থা করা, ডিজিটাল ডিটক্স ডে চালু করা—যেদিন পুরো পরিবার মোবাইল বন্ধ রেখে প্রকৃতির সঙ্গে সময় কাটাবে—এসব ছোট ছোট উদ্যোগই বদলে দিতে পারে শিশুর জীবন।

সুবাদের ঘটনা আমাদের শেখায়—ডিজিটাল অন্ধকারে হারিয়ে যাওয়ার আগেই শিশুদের হাতে তুলে দিতে হবে আলোর মশাল। বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে জ্ঞানের ভান্ডার আর সংস্কৃতির চর্চা দেবে আত্মবিশ্বাসের পাথেয়। মোবাইল ডিভাইস যেন শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হয়, বিপদের ফাঁদ নয়।

এই বইমেলায় শিশুকে নিয়ে ঘুরে দেখুন। তার পছন্দের বইটি কিনে দিন। স্থানীয় লাইব্রেরি বা সাংস্কৃতিক দলের সঙ্গে যুক্ত করুন। সপ্তাহে একদিন ‘ফ্যামিলি গেম নাইট’ চালু করুন—লুডু, দাবা বা গল্প বলার প্রতিযোগিতা হোক আনন্দের উপলক্ষ।

রবিউল ইসলাম শাকিল, শিক্ষার্থী

অর্থনীতি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X