সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
এনামুল হক রানা, নরসিংদী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক

ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে পড়েন। ছবি : কালবেলা
নরসিংদীতে ভূমিকম্প আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে পড়েন। ছবি : কালবেলা

দিনটি ছিল সাপ্তাহিক ছুটির, তাই শিল্প অধ্যুষিত জনপদ নরসিংদীর অধিকাংশ মানুষই ছিলেন বাসাবাড়িতে। কেউ বা ছিলেন দোকান বা বাজারে। অন্যান্য শুক্রবারের মতো সকাল ১০টা ৩৭ মিনিট পর্যন্ত সবকিছু চলছিল গতানুগতিকভাবেই। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে বড়সড় ছন্দপতন।

দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে থরথর করে কেঁপে ওঠে আশপাশের সবকিছু। দিনটি নরসিংদীবাসীর সবচেয়ে আতঙ্কের দিন হিসেবে জীবনস্মৃতিতে ঠাঁই করে নিয়েছে। এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পরদিন শনিবার ফের সকাল ও সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে এ জনপদ।

শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পের কম্পন কয়েক সেকেন্ড পরই থেমে গেলেও অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে কী করবেন— তা বুঝে উঠতে না পেরে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। বাজারগুলোয় দোকান ছেড়ে ব্যবসায়ীরা বাইরে চলে আসেন এবং ক্রেতারা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন।

হঠাৎ এমন শক্তিশালী ভূমিকম্পনে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে নরসিংদীবাসী। যার রেশ কাটেনি তিন দিনেও। এমনকি এ আতঙ্ক থেকে মুক্তি পেতে শহর ছাড়ার পরিকল্পনাও করছেন কেউ কেউ। পরপর দুদিনে তিন দফায় কম্পন তাদের মনে গভীর ভীতি তৈরি করেছে এবং পরবর্তী কম্পনের আশঙ্কা থেকেই যাচ্ছে। যে আতঙ্ক শহর ছাড়ার ভাবনাকে প্রভাবিত করছে।

আতঙ্কিতরা বলছেন, আবার কখন ভূমিকম্প হয়— এ উৎকণ্ঠায় সময় পার করছেন তারা। স্মরণকালের মধ্যে টানা তিনবার ভূমিকম্প নরসিংদীবাসী আগে কখনো অনুভব করেননি। সামনে যদি এর চেয়ে বেশি কম্পন হয়, তবে অবস্থা কী হবে বলা মুশকিল। এমন আশঙ্কায় মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে।

জেলাবাসীর মনে আতঙ্ক এমনভাবে গেঁথে গেছে যে, শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন মহল্লায় বহুতল, এমনকি একতলা-দোতলা ভবন থেকেও মানুষজন রাস্তায় নেমে পড়েন। শহরের বহু মানুষকে নরসিংদী সরকারি কলেজ মাঠ, জেলা প্রশাসকের কার্যালয় মাঠসহ তুলনামূলক নিরাপদ জায়গায় খোলা আকাশের নিচে গভীর রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।

নরসিংদী সরকারি কলেজ, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার হোস্টেল থেকে শিক্ষার্থীরা মাঠে নেমে আসেন। পরে কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে হোস্টেলে অবস্থান করতে পাঠায়।

রাস্তায় নেমে আসা আতঙ্কগ্রস্ত মানুষদের খোঁজখবর নিতে শনিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন তাদের কাছে যান এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় এবং খোলা মাঠে শত শত মানুষকে দিগভ্রান্তের মতো এলোমেলো ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের সবার একটাই কথা, রাতে আবার যদি ভূমিকম্প হয়। যার কারণে আগে থেকেই খোলা আকাশের নিচে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

তাদের মধ্যে কাউকে কাউকে বলাবলি করতে শোনা যায়, রাত পোহালেই পরিবার নিয়ে গ্রামে চলে যাবেন। সেখানে কিছুদিন থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শহরে ফিরবেন। আপাতত যতটুকু সম্ভব বহুতল ভবন পরিহার করবেন।

রাতে মাঠে আশ্রয় নেওয়া গৃহিণী আনিকা খানম বলেন, ‘শুক্রবারের ভূমিকম্পের পর আবার শনিবার সকাল-সন্ধ্যার ভূমিকম্পে খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। ভূমিকম্পে মনে হয়েছিল মুহূর্তের মধ্যে সব শেষ। আমি আমার শিশুসন্তানকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতেই পারছিলাম না। হাত-পা যেন কোনো কাজ করছিল না, মাথা ঝিমঝিম করছিল, সঙ্গে বমি পাচ্ছিল। আমি আমার সন্তানকে নিয়ে খুবই ভয় পেয়েছিলাম। পুরো বিল্ডিং নড়ছিল। শেষ পর্যন্ত রাতে খোলা আকাশের নিচে নিরাপদ আশ্রয়ে দীর্ঘক্ষণ ছিলাম। পরে গভীর রাতে ঘরে ফিরি। এখন প্রতি মুহূর্ত কাটাচ্ছি আতঙ্কের মধ্য দিয়ে।’

তৌফিক খান নামে এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘নিজের জান (জীবন) বাঁচানো ফরজ। তাই গ্রামে চলে যাচ্ছি, কিছুদিন গ্রামে কাটিয়ে আসি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শহরে ফিরব। দুই রাত চোখে কোনো ঘুম নেই। গ্রামে গিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাব, পরে অন্য সব কথা। তা ছাড়া ভূমিকম্প আতঙ্ক থেকে নিজেকে স্বাভাবিক করতে হলেও বহুতল ভবন থেকে দূরে যেতে হবে।’

শহরের বাসিন্দা ইয়াছিন আরাফাত সুমন বলেন, ‘ভূমিকম্পের ভয়ে দিনে খেতে পারছি না, রাতে নিশ্চিন্তে ঘুমাতেও পারছি না। যেখানেই থাকি না কেন সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। চারদিকে শুধু বড় বড় দালানকোঠা, হঠাৎ ভূমিকম্প শুরু হলে বিল্ডিং না ভেঙে যায়, এ ভয়ে রাস্তায়ও বের হতে পারছি না। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, সবসময় তাদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।’

কয়েক সেকেন্ডের ব্যবধানে স্বাভাবিক জীবনযাত্রায় আমূল ছন্দপতনের অভিজ্ঞতা বর্ণনা করে মুদি দোকানি সোহাগ মিয়া বলেন, ‘শুক্রবার সকাল পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দিনটি আতঙ্কের দিন হিসেবে আমাদের জীবনস্মৃতিতে জায়গা করে নিয়েছে। তারপর শনিবার আবার সকালে ও রাতে ভূমিকম্প। পর পর তিনবার ভূমিকম্পে প্রাণ রক্ষার চেষ্টায় সবাই পেরেশান হয়ে উঠি। সর্বত্রই ভেসে আসছিল মানুষের আকুতি। ঘর ছেড়ে মানুষ আতঙ্কে রাস্তায় অবস্থান নেন। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ।’

নরসিংদী পৌরশহরের একটি সাততলা ভবনে পরিবার নিয়ে থাকেন কামাল মাহমুদ। তিনি কালবেলাকে বলেন, ‘পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। এখন ঘরে যাওয়ার সাহস নেই। রাতে ঘুমাব কীভাবে, তা নিয়ে ভয়ে আছি। যদি আরও বড় ভূমিকম্প হয়, তবে তা কীভাবে মোকাবিলা করব, সাততলা থেকে কীভাবে নামব— এসব ভাবছি। তাই চিন্তা করছি, কোনোরকমে রাতটা কাটিয়ে কিছুদিনের জন্য পরিবার নিয়ে গ্রামে চলে যাব।’

ভূমিকম্পে প্রাণহানি কমাতে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ এবং পরিত্যক্ত ঘোষিত সরকারি স্থাপনাগুলো দ্রুত ভেঙে ফেলার তাগিদ দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নরসিংদী জেলা সম্পাদক হলধর দাস।

তিনি বলেন, ‘ভবন নির্মাণে নিয়মনীতির তেমন কোনো তোয়াক্কা হয় না। তাই এটা সহজ যে, বড় ভূমিকম্পে ভয়ানক বিপর্যয় নামবে। ভূমিকম্পের মাত্রা একটু বেড়ে ফের আঘাত হানলে নরসিংদীতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের কারণে যে প্রাণহানি ঘটবে— তার জন্য পৌরসভা, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং প্রশাসকরা দায়ী থাকবেন।’

তিনি আরও বলেন, ‘নরসিংদীতে সরকারি কলেজসহ অনেক পরিত্যক্ত ঘোষিত বিল্ডিং আছে, যা ব্যবহার হচ্ছে। এগুলো দ্রুত ভেঙে ফেলা উচিত। এ ছাড়া, অনুমোদন বহির্ভূত স্থাপনাগুলোর ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।’

সাবেক শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান বলেন, ‘আমরা বেশিরভাগ মানুষই এর আগে একবার ভূমিকম্প দেখেছি। এবার যেটা হলো, একাধিকবার। পর পর তিনবার ভূমিকম্প হওয়াটা আতঙ্কের ব্যাপার অবশ্যই। তবে যেহেতু ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল (শুক্রবারের) নরসিংদীতে, সেক্ষেত্রে নরসিংদীবাসী বাড়তি আতঙ্কে রয়েছে। আবার যে কখন ভূমিকম্প হয়, সে চিন্তায় মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে।’

ভূমিকম্পে জেলায় শতাধিক ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি বলেন, ‘শতাধিক লোক আহত হয়েছে। তবে গুরুতর আহতের সংখ্যা কম। চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘রাতে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে গুজব ছড়িয়ে যাওয়ার কারণে। কেউ যাতে গুজবে কান না দেন সবার প্রতি সে অনুরোধ জানাই। পাশাপাশি ভূমিকম্পের ব্যাপারে যেহেতু আগাম কোনো সতর্কবার্তা দেওয়া যাচ্ছে না, সে জন্য সচেতন থাকারও আহ্বান জানাচ্ছি।’

নরসিংদীতে শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পন অনুভূত হয়েছে। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এবং শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে জনবহুল এই জনপদ। শুক্রবারের ভূমিকম্পে জেলার তিনটি উপজেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বেশ কিছু সরকারি-বেসরকারি ও আবাসিক ভবনসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ উপজেলা।

পলাশের খাদ্য গুদাম, থানা ভবন, উপজেলা পরিষদ ভবন, ফায়ার সার্ভিস ভবন, সমবায় উচ্চ বিদ্যালয়, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ, চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ও পুরাতন ভবন, রাবান উচ্চ বিদ্যালয়, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর একটি পিলারসহ অর্ধশতাধিক ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

এ ছাড়া নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ কোর্ট, জেলা নির্বাচন অফিস, জেলা ত্রাণ গুদাম, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী সরকারি মহিলা কলেজের হোস্টেল, গাবতলী জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, হাজি মোসলে উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ জেলায় শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১০

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১১

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১২

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৩

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৪

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৫

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৬

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৭

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৮

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৯

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

২০
X